বাংলাদেশ বনাম আফগানিস্তান এশিয়া কাপ লাইভ খেলা - Bangladesh Vs Afghanistan Asia Cup Live
চলছে এশিয়া কাপ ২০২৩। গত ৩০ আগস্ট নেপাল বনাম পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় এশিয়ার জন্য বিশ্বকাপ এশিয়া কাপ। আজ ৩ সেপ্টেম্বর ক্রিকেট প্রেমিদের প্রত্যাশিত ম্যাচ ক্রিকেট বিশ্বের হটতম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান খেলা। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ লাইভ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে। বাংলাদেশ বনাম আফগানিস্তান খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে শ্রীলংকার কেন্ডি থেকে।এর আগে পাকিস্তান বনাম নেপাল ম্যাচে পাকিস্তান ম্যাচ জেতে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অপর দিকে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে বাংলাদেশ হারে ৫ উইকেটে। এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান খেলাটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কোন টিভি চ্যানেলে দেখাবে এশিয়াকাপ ২০২৩
টিভিতে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ
ভারতীয় টিভি চ্যানেলের মধ্যে এবারের এশিয়া কাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ডিজনি হটস্টার (Disney Hostar) ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network)। টিভিতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস এইচডি ১ চ্যানেলে। ইংরেজি ছাড়াও দেখা যাবে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায়। ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে ডিজনি হটস্টার। হটস্টারে দেখতে হলে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন থাকতে হবে।বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে সব কটি ম্যাচ। এছাড়া পাকিস্তানি টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসেরও দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলো।
ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিট থেকে শুরু হবে। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি নিচের দুটি লিংকে ক্লিক করার মাধ্যমেও উপভোগ করা যাবে। যারা খেলাটি মোবাইল স্ক্রিনে দেখার জন্য মনস্থির করেছেন তারা ইচ্ছা করলে নিচের যে কোন একটি লিংকে ক্লিক করতে পারেন। বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ খেলাটি শুরু হওয়ার সাথে সাথে লিংক দুটি সচল হয়ে যাবে।
এশিয়াকাপ ২০২৩ সময়সূচি (বাংলাদেশ সময়)
বাংলাদেশ বনাম আফগানিস্তান কাপ লাইভ লিংক -০১
বাংলাদেশ বনাম আফগানিস্তান কাপ লাইভ লিংক -০২
এছাড়াও ফেইজবুকের বিবিন্ন পেইজে বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ ম্যাচটির সরাসরি সম্প্রচার করা হবে। আপনার ফেইজবুক এপসটি খুলে সার্চবারে লিখুন India Vs. Pakistan Live Asia Cup এরপর আপনার সামনে অনেক গুলো লাইভ ভিডিও দেখাবে। আপনি ইচ্ছামতো যেকোন একটিতে ক্লিক করে খেলাটি উপভোগ করতে পারেন। তবে কিছু কিছু অসাধু স্ট্রিমার আছে যারা কিছু এমন ভিডিও গেম সম্প্রচার করা দেখে বুঝাই যায় না আসলে এটি আসল খেলা নাকি নকল। তাই প্রিয় পাঠক ফেইজবুকে খেলা দেখার সময় অবশ্যই আসল খেলাটি চলছে কিনা দেখে নিবেন।When: Bangladesh vs Afghanistan, September 3, 2023 at 14:30 local time, 15:00 IST
Where: Gaddafi Stadium, Lahore
What to expect: Pacers had a huge say in the last
two games played in Lahore - an ODI and a T20I.
Warm weather is expected on match day with no rain interruptions.
Team News
Bangladesh
Despite the shoddy batting effort, Bangladesh will not be looking to tinker a lot for this important fixture. It will be interesting to see if Anamul Haque gets a go in place of Tanzid Hasan who made a duck on debut.
Probable Xl: Mohammad Naim, Tanzid Hasan/Anamul Haque, Najmul Hossain Shanto, Towhid Hridoy, Shakib Al Hasan (c), Mushfiqur Rahim (wk), Mehidy Hasan Miraz, Mahedi Hasan, Taskin Ahmed, Shoriful Islam, Mustafizur
Rahman.
Afghanistan
The Afghanistan side is pretty settled as well. The call will have to be taken on the third pacer.
Probable XI: Rahmanullah Gurbaz (wk), Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi (c), Najibullah Zadran, Mohammad Nabi, Rashid Khan, Fazalhaq Faroogi, Mujeeb Ur Rahman, Gulbadin Naib/Karim Janat, Mohammad Saleem Safi
Did you know:
- Fazalhag Farooqi picked 14 wickets in 6 ODls against Bangladesh
- Taskin Ahmed in ODls in 2023- 13 wickets in 8 matches
Squads:
Afghanistan Squad: Rahmanullah Gurbaz(w), Ibrahim Zadran, Rahmat Shah, Hashmatullah Shahidi(c), Gulbadin Naib, Riaz Hassan, Mohammad Nabi, Ikram Alikhil, Rashid Khan, Abdul Rahman, Najibullah Zadran, Mujeeb
Ur Rahman, Fazalhag Faroogi, Sharafuddin Ashraf, Karim Janat, Noor Ahmad, Suliman Safi
Bangladesh Squad: Mohammad Naim, Tanzid Hasan, Najmul Hossain Shanto, Shakib Al Hasan(c), Towhid Hridoy, Mushfiqur Rahim(w), Mehidy Hasan Miraz, Mahedi Hasan, Taskin Ahmed, Shoriful Islam, Mustafizur Rahman, Afif Hossain, Hasan Mahmud, Shamim Hossain, Tanzim Hasan Sakib, Nasum Ahmed, Anamul Haque
Post a Comment
0 Comments