আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা
বিশ্বকাপ ফুটবল ২০২২ শেষ হতে না হতেই শুরু হয়েছে বিশ্বকাপ ২০২৬ বাছায় পর্ব। লাতিন আমেরিকার দলগুলোও শুরু করেছে তাদের প্রস্তুতি ম্যাচ। ১৩ সেপ্টম্বর ২০২৩ রাত ২টায় মুখোমুখি হবে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মোকাবেলা করবে বলিভিয়ার। এর আগে বলিভিয়া ব্রাজিলের সাথে মোকাবেলায় ৫-০ ব্যবধানে চরমভাবে হারে। এবার আর্জেন্টিনার পালা, দেখা যাক তার কত গোল ব্যবধানে হারাতে পারে বলিভিয়াকে। যদিও আর্জেন্টিনা তাদের প্রথম বাছা্ই পর্ব খেলায় ইকুয়েডরকে হারিয়েছে ১-০ ব্যবধানে।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া খেলা কবে
- কোথায়: Hernando Siles Stadium in Bolivia
- তারিখ ও সময়: ১৩/০৯/২০২৩, বাংলাদেশ সময় রাত ২টা।
(রাত ১২টার পর তারিখ বদলে যাওয়ার কারনে মূলত খেলা শুরু হবে ১২/০৯/২০২৩ রাত ২টা অর্থাৎ ১২/০৯/২০২৩ রাত ১২টার পর থেকে ১৩/০৯/২০২৩ শুরু এবং সেই রাতে ২টা বাজে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচটি শুরু হবো।)(alert-success)
কিভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ ম্যাচ
দুঃখজনক হলেও সত্য যে, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ফুটবল ম্যাচ
ভারতীয় উপমহাদেশের কোন টিভি চ্যানেলে সম্প্রচার করবে তা এখনো জানা যায়নি। ই-ভিশন বিডি এর পাঠক সমাজ
ও আর্জেন্টিনা তথা ফুটবল ভক্তদের জন্য আমরা নিয়ে আসছি গোপন একটি এপ্লিকেশন যেখানে আপনি
বিশ্বের সকল খেলা বিনামূল্যে লাইভ দেখতে পারবেন।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা মোবাইলে
Sportzfy TV নামক মোবাইল এপসটি আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা সরাসরি সম্প্রচার করবে। বলে রাখা ভাল আপনি এপসটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পাবেন না।
Sportzfy TV তাদের এপসটি গুগলে রেজিস্টার করেনি তাই আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা দেখতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে এপসটি ইন্সটল করে তারপর দেখুন।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন-
Sportzfy TV Download(download)
এছাড়াও আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলাটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং দেখতে নিচে দুটি লিংক দেওয়া হলো। লিংক দুটিতে আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলাটি সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে তাদের ওয়েভ সাইট। আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা লিংক-০১ এবং বলিভিয়া বনাম আর্জেন্টিনা লাইভ খেলা লিংক-০২ সচল হলে খেলাটি মোবাইলে থাকা যে কোন ব্রাউজার থেকে দেখা যাবে।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা লিংক-০১
বলিভিয়া বনাম আর্জেন্টিনা লাইভ খেলা লিংক-০২
ফেইজবুকে আর্জেন্টিনা বনাম বলিভিয়া লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে বিশ্বকাপ ফুটবলের বাছায় পর্ব লাইভ খেলা সম্প্রচার করছে। ফেইজবুক অন করে সার্চ অপশনে লিখুন "Argentina Vs Bolivia Live Live" তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে যার ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন। সব চেয়ে ভাল মাধ্যম হলো উপরের নির্দেশিত মোবাইল Apps টি।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া হেড টু হেড
ফুটবল বিশ্বে এটি আর্জেন্টিনা বনাম বলিভিয়া মধ্যকার প্রথম ম্যাচ নয়। এর আগে আর্জেন্টিনা বনাম বলিভিয়া মোট ৪২ বার মুখোমুখি দেখা হয়েছে। তবে বলিভিয়ার জন্য এই অতীত মোটেও সুখের নয়। ৪২ বারের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে ৩০টি ম্যাচ বলিভিয়া জিতেছে মাত্র ৭টি ম্যাচ বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে।
৭ বার জয় তাও ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে তাও কম কি। বলিভিয়ার জন্য এটাই অনেক সুখের। বলিভিয়া চাইবে তাদের জয়ের পাল্লা ভারী করতে আর আর্জেন্টিনা চাইবে তাদের জয়ের ধারা ধরে রাখতে।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া সর্বশেষ ৫ ম্যাচ পারফরম্যান্স
- 10 Sep, 2021: Argentina 3-0 Bolivia
- 29 Jun, 2021: Bolivia 1-4 Argentina
- 14 Oct, 2020: Bolivia 1-2 Argentina
- 29 Mar, 2017: Bolivia 2-0 Argentina
- 15 Jun, 2016: Argentina 3-0 Bolivia
সর্বশেষ ৫ ম্যাচে ব্রাজিল ও বলিভিয়ার পারফরম্যান্স
বলিভিয়ার সর্বশেষ ৫ ম্যাচ:
- 29 Mar 2023: Saudi Arabia 1-2 Bolivia
- 18 Jun 2023: Ecuador 1-0 Bolivia
- 21 Jun 2023: Bolivia 0-0 Chile
- 28 Aug 2023: Bolivia 1-2 Panama
- 9 Sept 2023: Brazil 5-1 Bolivia
আর্জেন্টিনার সর্বশেষ ৫ ম্যাচ:
- 24 Mar 2023: Argentina 2-0 Panama
- 29 Mar 2023: Argentina 7-0 Curacao
- 15 Jun 2023: Argentina 2-0 Australia
- 19 Jun 2023: Indonesia 0-2 Argentina
- 8 Sept 2023: Argentina 1-0 Ecuador
Post a Comment
0 Comments