ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩। আজ ০৮ অক্টোবর ৫ম ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। গতকাল বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০২ রানে।
বিশ্বকাপের মতো মঞ্চে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা বেশ উপভোগ্য। কোথায় কিভাবে দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা তা নিয়ে ভাবছেন। যাদের টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ আছে তারা অবশ্যই টিভি সেটের সামনে বসে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলাটি উপভোগ করবেন। তাহলে এখন জেনে নিন ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কোথায়, কখন, কোন টিভি চ্যানেলে, কোন মোবাইল এপসে সরাসরি সম্প্রচার করবে সে সম্পর্কে।
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা আপডেট
- কোথায়: MA Chidambaram Stadium, Chennai
- কখন: ৮ অক্টোবর, ২০২৩, বাংলাদেশ সময় দুপুর ২টা
>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কোথায় দেখবেন
টেলিভিশন
চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান
বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ
খেলা দেখের জন্যমাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা টিভিতে
বাংলাদেশে
যে সব টিভি চ্যানেল ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল
BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।
ভারতে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের
আওতায় যে চ্যানেলগুলো ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-
Star
Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star
Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports
SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi
on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star
Sports Select 1 HD ইত্যাদি।
মোবাইলে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখবেন
মোবাইলে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী
মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)। তবে উল্লেখিত এপস
দুটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি’ সাবস্ক্রিপশন কিনতে থাকতে
হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।
ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ লাইভ খেলা
ফ্রিতে
মোবাইল ফোনে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল
করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না।
আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও
ইনস্টল করতে হবে।
SportzfyTV ডাউনলোড(download)
উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা লিংক -০১
ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা লিংক -০২
ফেইজবুকে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা কিভাবে দেখবেন
ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “India Vs Australia Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।
Facebook লাইভ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-
- ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
- ধাপ-০২: এবার লিখুন India Vs Australia
- ধাপ-০৩: নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা উপভোগ করুন।
যে সব টিভিতে ভারত বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা দেখাবে তার একটি লিস্ট
Table of TV Channels
এলাকা (দেশ) | টিভি চ্যানেল |
---|---|
বাংলাদেশ | গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) |
পাকিস্তান | পিটিভি (PTV), এস্পোর্টস (Asports) |
শ্রীলঙ্কা | SLRC (Channel Eye) |
আফগানিস্তান | RTA Sports, Ariana TV |
মালেয়শিয়া | Astro Cricket |
নেপাল | Star Sports |
অস্ট্রেলিয়া | Fox Sports, Channel 9, Kayo, Foxtal |
যুক্তরাজ্য | Sky Sports Cricket |
যুক্তরাষ্ট্র | Willow TV, Willow Xtra |
দক্ষিণ আফ্রিকা | SuperSports |
নিউজিল্যান্ড | Sky Sports, Sky Sports 3 |
কানাডা | Willow TV Canada |
ক্যারিবিয়ান | ESPN, ESPN 2 |
হংকং | Astro Cricket (PCCW), Yupp Tv |
সিঙ্গাপুর | Astro Cricket (Singtel) |
উত্তর-পূর্ব এশিয়া | Yupp TV |
মেনা | Etisalat (Cricket Life Max), Starzpay |
কেন্দ্রিয় ইউরোপ | Yupp TV |
পেসিফিক আইল্যান্ডস | Yupp TV |
ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড
Australia
Squad: David Warner, Mitchell Marsh, Steven Smith, Marnus Labuschagne, Glenn
Maxwell, Cameron Green, Alex Carey(w), Pat Cummins(c), Mitchell Starc, Adam
Zampa, Josh Hazlewood, Sean Abbott, Travis Head, Marcus Stoinis, Josh Inglis
India
Squad: Rohit Sharma(c), Ishan Kishan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w),
Hardik Pandya, Ravindra Jadeja, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Jasprit
Bumrah, Mohammed Siraj, Mohammed Shami, Suryakumar Yadav, Shardul Thakur,
Shubman Gill
Post a Comment
0 Comments