Type Here to Get Search Results !

বিশ্বকাপঃ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা - Sri Lanka Vs South Africa Live World Cup cricket

বিশ্বকাপঃ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা  - Sri Lanka Vs South Africa Live World Cup cricket

চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩। আজ ০৭ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেটের ২টি ম্যাচ আছে। ১ম ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান এবং ২য় ম্যাচ শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ। 

ব্যস্ততার মাঝেও যারা ক্রিকেটের খবর রাখেন তাদের জন্যই আমাদের এই পরিশ্রম। বিশ্বকাপ ক্রিকেটর প্রতি ম্যাচের খরব নিয়ে আপনাদের সমানে নতুন নতুন আপডেট নিয়ে আসবো প্রতি দিন। আমাদের ওয়েভ সাইট evisionbd.com নিয়মিত ভিজিট করে জেনে নিন ক্রিটেক বিশ্বকাপ ২০২৩ এর যাবতীয় খবর।


শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা

আজ ০৭ অক্টোবর ২০২৩ মাঠে নামছে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের  মতো মঞ্চে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা বেশ উপভোগ্য। কোথায় কিভাবে দেখবেন শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা তা নিয়ে ভাবছেন। যাদের টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ আছে তারা অবশ্যই টিভি সেটের সামনে বসে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলাটি উপভোগ করবেন। তাহলে এখন জেনে নিন শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা কোথায়, কখন, কোন টিভি চ্যানেলে, কোন মোবাইল এপসে সরাসরি সম্প্রচার করবে সে সম্পর্কে।

 

শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা আপডেট

  • শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা কোথায়: October 7, 2023 at 2:00 Bangladesh Time 
  • শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা কখন: Arun Jaitley Stadium, Delhi


>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী

শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা কোথায় দেখবেন

টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখের জন্যমাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।


শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা টিভিতে

বাংলাদেশে যে সব টিভি চ্যানেল শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।

ভারতে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-

Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।


মোবাইলে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখবেন

মোবাইলে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)তবে উল্লেখিত এপস দুটিতে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন। 


ফ্রিতে মোবাইল ফোনে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ লাইভ খেলা

ফ্রিতে মোবাইল ফোনে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

 

SportzfyTV ডাউনলোড(download)

 






উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।


শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা লাইভ খেলা লিংক -০১

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad