Type Here to Get Search Results !

Live: ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ || Ban Vs Ind World Cup Cricket 2023 live

Live: ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ || Ban Vs Ind World Cup Cricket 2023 live

ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩

চলমান বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ১৭তম ম্যাচ আজ। মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ভারত। ভারত ইতোমধ্যে ৩ ম্যাচ খেলে সবগুলোতে জয় নিয়ে পয়েন্ট তালিকার ২য় অবস্থানে এবং বাংলাদেশ ৩টি ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় নিয়ে তালিখার ৬ষ্ঠ অবস্থানে অবস্থান করছে। আজ বাংলাদেশের টুর্নাম্যান্টে ঠিকে থাকার লড়াই। ভারত বনাম বাংলাদেশ মানেই অতিরিক্ত মাতামাতি। ক্রীড়াঙ্গনে এমন মাতামাতি না থাকলে টুর্নাম্যান্ট তেমন জমে না। 


ভারত বনাম বাংলাদেশ বিশ্বকাপ আপডেট

  • খেলার স্থান: Maharashtra Cricket Association Stadium, Pune
  • খেলার সময়: India vs Bangladesh, October 19, 2023, 14:00 IST
  • খেলার ফলাফল: আপডেট করা হবে

 

>>বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর সম্পূর্ণ খেলার সময়সুচী

 

ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা কোথায় দেখবেন

টেলিভিশন চ্যানেল, অনলাইন, ইউটিউভ, মোবাইল এপস এবং ফেইজবুক সব গুলো মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা। সবগুলো মাধ্যমের মধ্যে টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। বর্তমান বড় পর্দার টিভিগুলোতে খেলা দেখলে মনে হয় গ্যালারিতে বসে খেলা দেখা হচ্ছে। ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা দেখার জন্য মাধ্যম গুলোর ধারাবাহিক সন্ধান দেওয়ার চেষ্টা করা হয়েছে।


ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা টিভিতে

বাংলাদেশে যে সব টিভি চ্যানেল ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা দেখাবে তাদের মধ্যে বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল BTV, গাজী টিভি(GTV), টি-স্পোর্টস (T-Sports) ইত্যাদি অন্যতম।

ভারতে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ লাইভ খেলা দেখতে টিউন করুন Star Sports এর সবগুলো চ্যানেল। স্টার স্পোর্টস নেটওয়ার্কের আওতায় যে চ্যানেলগুলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ খেলা দেখাবে সেগুলো হলো-

Star Sports: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports SELECT 1, Star Sports SELECT 1 HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Bangla, Star Sports 1 Marathi on Asianet Plus SD (For 9 India + Semis+ Final), Star Sports Select 1, Star Sports Select 1 HD ইত্যাদি।

মোবাইলে ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা

মোবাইলে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর লাইভ খেলা দেখতে আপনি দুটি মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। ১টি বাংলাদেশী মোবাইল এপ্লিকেশন টপি (Toffey) এবং অন্যটি ভারতীয় মোবাইল এপ্লিকেশন জিওসিনেমা (JioCinema)তবে উল্লেখিত এপস দুটিতে AVsB লাইভ খেলা দেখতে অবশ্য ‘ভিআইপি সাবস্ক্রিপশন কিনতে থাকতে হবে। তাই আমরা এখন সন্ধ্যান দেবো কিভাবে ফ্রিতে আজীবন মোবাইলে সকল খেলা দেখবেন।

 

ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম বাংলাদেশ লাইভ লাইভ খেলা

ফ্রিতে মোবাইল ফোনে ভারত বনাম বাংলাদেশ খেলা লাইভ দেখতে Sportzfy Tv Application টি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তবে বলে রাখা ভালো যে Sportzfy Tv মোবাইল এপসটি গুগল প্লে স্টোরে পাবেন না। আপনাকে এপসটি ডাউনলোড করতে হলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড ও ইনস্টল করতে হবে।


SportzfyTV ডাউনলোড(download)





উপরের মোবাইল এপসটি ছাড়াও আপনি সরাসরি লিংকে ক্লিক করেও মোবাইলে এবং কম্পিউটারে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ লাইভ খেলা দেখতে পারবেন। এক্ষেত্রে আমরা নিচে দুটি লিংক দিচ্ছে যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে লাইভ খেলায় নিয়ে যাবে।


ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা লিংক -০১

ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা লিংক -০২


ফেইজবুকে ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা কিভাবে দেখবেন

ফেইজবুকেও বিভিন্ন খেলা বিষয়কে পেইজে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর খেলা সম্প্রচার করছে। ফেইজবুক ওপেন করে সার্চ অপশনে লিখুন “Bangladesh Vs India Live” তাহলে আপনাকে অনেক গুলো পেইজ সাজেষ্ট করবে। আপনি যে কোন একটি পেইজে ঢুকে লাইভ খেলা উপভোগ করতে পারেন। তবে ফেইজবুকে অধিকাংশ পেইজ চুরি করে খেলা সম্প্রচার করে ফলে ঘন ঘন স্ট্রিম বন্ধ হয়ে যায়। তবে আপনি সঠিক পেইজের সন্ধান করতে পারলে পুরো খেলা উপভোগ করতে পারবেন।

Facebook এ খেলা উপভোগ করতে নিচের ধাপগুলো লক্ষ্য করুন-

  • ধাপ-০১: আপনার মোবাইলে থাকা ফেইজবুক এপ্লিকেশনে যান, তারপর উপরে ডানে সার্চ অপশনে ক্লিক করুণ।
  • ধাপ-০২: এবার লিখুন ভারত বনাম বাংলাদেশ
  • ধাপ-০৩: এরপর অনেকগুলো পেইজ সাজেস্ট করবে, আপনার ইচ্ছে মতো যে কোন একটিতে ক্লিক করে ভারত বনাম বাংলাদেশ লাইভ খেলা উপভোগ করুন।

যে সব টিভিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখাবে তার তালিকা

Table of TV Channels 

এলাকা (দেশ) টিভি চ্যানেল
বাংলাদেশ গাজী টিভি (GTV), টি-স্পোর্টস (T-Sports), BTV
ভারত স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports)
পাকিস্তান পিটিভি (PTV), এস্পোর্টস (Asports)
শ্রীলঙ্কা SLRC (Channel Eye) 
আফগানিস্তান RTA Sports, Ariana TV
মালেয়শিয়া Astro Cricket
নেপাল Star Sports
অস্ট্রেলিয়া Fox Sports, Channel 9, Kayo, Foxtal
যুক্তরাজ্য Sky Sports Cricket
যুক্তরাষ্ট্র Willow TV, Willow Xtra
দক্ষিণ আফ্রিকা SuperSports
নিউজিল্যান্ড Sky Sports, Sky Sports 3
কানাডা Willow TV Canada
ক্যারিবিয়ান ESPN, ESPN 2
হংকং Astro Cricket (PCCW), Yupp Tv
সিঙ্গাপুর Astro Cricket (Singtel)
উত্তর-পূর্ব  এশিয়া Yupp TV
মেনা Etisalat (Cricket Life Max), Starzpay
কেন্দ্রিয় ইউরোপ Yupp TV
পেসিফিক আইল্যান্ডস Yupp TV

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad