শেখ রাসেলের জন্য দিন উপলক্ষ্যে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত দেওয়ালিকায় প্রকাশিত শেখ রাসেলকে নিয়ে শিশুদের কবিতা লেখা থেকে নিচের কবিতাটি নেওয়া হয়েছে। কবিতাটি লিখেছে অষ্টম শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা বড়ুয়া।
ঝড়ে পড়া একটি ফুল
- ঐন্দ্রিলা বড়ুয়া
- অষ্টম শ্রেণি, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়।
ছোট্ট শিশু শেখ রাসেল
শেখ বংশের বাতি,
ঘাতক সেনা খুন করিল
ঘুটঘুটে এক রাত্রি।
অবুঝ শিশু কোমল মন-
কী দোষ ছিল তার,
পাষাণ হৃদয় ঘাতক খুনির
মন হলো না ভার।
মায়ের কাছে যেতে চেয়ে
রাসেল বলে, কোথায় আমার মা?
ঘাতক সেনা ঠেলে দিল
যা! ঐখানে তোর মা।
মায়ের কাছে যেতেই তাহার
বুলেট এসে তেড়ে,
বাংলার এক ভাবী নেতার
জীবন গেল ঝড়ে।
কী দোষ ছিল, কেন মারলো,
কী ছিল তার ভুল?
অবুঝ শিশু রাসেল মোদের
ঝড়ে পড়া এক ফুল।
Post a Comment
0 Comments