প্রযুক্তি

Type Here to Get Search Results !

মাপজোখের যন্ত্রপাতি ছাড়াই পরিমাপ

https://www.evisionbd.com/

অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ে যাই যে, কোন জিনিসের পরিমাপ করতে হচ্ছে অথচ হাতে কোন পরিমাপের যন্ত্রপাতি নাই। সেই পরিস্থিতিতে আপনি কি করেন আমাদের কমেন্ট করে জানাবেন। তবে আজ আপনাদের একটি টেকনিক শেখানোর চেষ্টা করবো। 

পা ফেলে দূরত্ব মাপা: ধরা যাক আপনি যখন পায়ে হেঁটে দূরে কোথাও চলেছেন, তখন এর দূরত্ব মাপা আপনার জন্য একান্ত প্রয়োজন। তখন আপার পদক্ষেপ গুণেই হয়তো আপনি দূরত্ব মাপার চেষ্টা করেন। বা সময় হিসেব করে। এক্ষেত্রে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি। 

এই ক্ষেত্রে একটি পদ্ধতি আছে: একজন লোক তিন সেকেন্ডে যতবার পদক্ষেপ করে, এক ঘন্টায় সে তত কিলোমিটার যায়। নিয়মটি সঠিক হবে যখন পদক্ষেপের একটা নির্দিষ্ট প্রসারের ক্ষেত্রে। বাস্তবিকপক্ষে কারো পদক্ষেপের প্রসার যদি x মিটার হয় এবং তিন সেকেন্ডে পা ফেলার সংখা n হয়, তাহলে তিন সেকেন্ডে সে xn মিটার পথ অতিক্রম করবে এবং এক ঘন্টায় (3600 সেকেন্ডে) সে অতিক্রম করবে 1200xn মিটার বা 1.2nx কিলোমিটার। এই দূরত্বটা যদি তিন সেকেন্ডর মধ্যে পা ফেলার সংখ্যার সমান হয় তাহলে সমীকরণটি হবে: 1.2nx=n, বা, 1.2x=1 অতএব,  x=0.83 মিটার। 

উল্লেখ্যে কোন লোকের পদক্ষেপের প্রসার তার উচ্চতার উপর নির্ভর করে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.