এস.এস.সি-২০২১
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায় - ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ,
অধ্যায় - ২: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপদ
১. কোন প্রযুক্তির মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়?
ক) EVM খ) ATM গ) Fast Cash ঘ) Fast Track
২. OS বলতে কি বুঝ?
ক) Online System খ) Open System গ) Operating System ঘ) Open Source
৩. প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক) স্মার্ট ফোন খ) মোবাইল ফোন গ) কম্পিউটার ঘ) ল্যাপটপ
৪. পাসওয়ার্ড ব্যবহৃত হয়-
i. স্মার্টফোন
ii. ট্যাবলেটে
iii. ল্যাপটপে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫. ই-লানিং শব্দটির পূর্ণরূপ কী?
ক) ইলেকট্রনিক লার্নিং খ) ই-মেইল লার্নি গ) ইমারজেন্সি লার্নিং ঘ) ইন্টারনেট লার্নিং
৬. বিনামূ্ল্যে ই-মেইল সেবা দেয়-
i. জি-মেইল
ii. ইয়াহু
iii. গুগল
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭. সামাজিক সাইট ব্যবহার করার সময় নিচের কোন সতকর্ত মেনে চলা উচিত?
ক) ব্যক্তিগত ছবি শেয়ার না করা খ) ব্যবহার শেষে লগ আউট করা
গ) বন্ধুর কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকা ঘ) সবগুলো
৮. সংরিক্ষত ফাইল মুছে যায় কোনটি থাকলে?
ক) ভাইরাস খ) গ্রাফিক্স সফটওয়্যার গ) প্যাকেজ সফটওয়্যার ঘ) সিস্টেম সফটওয়্যার
৯. কোনটির কারণে মানুষ নিজের দেশের গন্ডি ছেড়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ছে?
ক) বিশ্বায়ন খ) আন্তর্জাতিকতা গ) যোগাযোগ দক্ষতা ঘ) সুনাগরিকত্ব
১০.নাগরিকরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা
গ্রহণ করতে পারে কোনটির মা্ধ্যমে?
ক)
মোবাইল টিকেটিং খ) ই-কমার্স গ) ইন্টারনেট ঘ) ই-গভর্ন্যন্স
১১. ফেসবুক যারা ব্যবহার করেন তারা-
i. সামাজিক যোগাযোগ সাইটের সদস্য
ii. নেটিজেন
iii. ফলোয়ার
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক)
ফ্রিল্যান্সার খ) আউটসোর্সার গ)
আউটসোসিং ঘ) ফেসবুকিং
১৩. কম্পিউটার পাওয়ার অন করলে Display আসার পর Hang হযে যাওয়ার কারণ কোনটি?
ক) বিভিন্ন ডেটা ক্যাবলের লুজ কানেকশন খ) এন্টি ভাইরাসের সমস্যা
গ) লিকযুক্ত বা ক্রটিপূর্ণ ক্যাপাসিটর ঘ) কুলিং ফ্যানো সমস্যা
১৪. যন্ত্র কাজ করা অবস্থায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে তা কিসের লক্ষণ?
ক) ভাইরাস আক্রমণ করা খ) হ্যাং করা গ) মাদারবোর্ড নষ্ট ঘ) কীবোর্ড নষ্ট
১৫. ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা -
i. প্রাণিদেহে আক্রমণ করে
ii. তথ্য ও উপাত্তকে আক্রমণ করে
iii. সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ছড়িয়ে পড়ে
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i , ii ও iii
১৬. নিচের কোনটি ভাইরাসে আক্রান্ত্র হওয়ার কারণ?
ক) মেমোরি কম দেখানো খ) গতি কমে যাওয়া
গ) চলমান কাজের ফাইলের বেশি জায়গা দখল করা ঘ) সবগুলো
১৭. নিচের কোনটি শিক্ষা ব্যবস্থার সনাতন
পদ্ধতির বিকল্প?
ক)
ই-বুক খ) ই-সেবা গ) ই-লার্নিং ঘ) ই-পর্চা
১৮. উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে যায় কারণ-
i. ভাইরাস দ্বার আকান্ত হয়েছে
ii. সি ড্রাইভ ফরম্যাট দিয়ে উইন্ডোজ install করতে হবে
iii. ক্যাপাসিটরের সংযোগ ঠিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯. ব্যাংক এ প্রযুক্তি ব্যবহার করা হয়-
i. অর্থ লেনদেন
ii. চেক বই প্রদানে
iii. তথ্য সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০. তথ্য ও যোগাযোগের প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের নিমিত্তে যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাকে কী বলে?
ক) ইন্টারনেট খ) সামাজিক যোগাযোগ গ) ই-কর্মাস ঘ) ই-লার্নিং
২১. বাংলাদেশে চালু হওয়া ই-সেবার অন্তর্ভুক্ত-
i. ই-পূর্জি
ii. টেলিমেডিসিন
iii. ই-লানিং
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও ii ঘ) i, ii ও iii
২২. কম্পিউটার-
i. একটা গুরুত্বপূর্ণ টুল
ii. দিয়ে নানা ধরনের কাজ করা যায়
iii. কখনো কখনো উপদ্রবে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩. মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই কারণ কী?
ক) AC পাওয়ার কার্ডে সমস্যা খ) Video ক্যাবলটি লুস করে লাগানো
গ) IC কাজ না করা ঘ) ক্যাপাসিটরে সমস্যা
২৪. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক)
স্টিভ জবস খ) চার্লস ব্যাবেজ গ) আ্যাডা লাভলেস
ঘ) লর্ড বায়রন
২৫. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণানা
করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক)
১৮৩৩ খ) ১৮৪২ গ) ১৯৫৩ ঘ) ১৯৯১
২৬. ইন্টারনেটের মাধ্যমে বিখ্যাত লেখকের বই সংগ্রহ কী প্রয়োজন?
ক) সুপার কম্পিউটার খ) ই-ক্লারুম
গ) ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা ঘ) ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
২৭. আইসিটি যন্ত্র ব্যবহারের জন্য প্রয়োজন হয় -
i. অপারেটিং সিস্টেম
ii. বিভিন্ন ধরনের সফটওয়্যার
iii. ম্যানওয়্যার
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i , ii ও iii
২৮.
সরকারি কিংবা বেসরকারী পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি?
ক)
ই-সার্ভিস খ) ই-গভর্ন্যান্স গ) ইন্টারনেট ঘ)
ই-কমার্স
২৯. ফেসবুক ব্যবহারেরে ক্ষেত্রে আমাদের উচিত-
i. যে কোনো ফ্রেড রিকোয়েস্ট গ্রহন করা
ii. অন্যের ডিভাইস ব্যবহারের পর অ্যাকাউন্ট থেকে লগ আউট করা
iii. বয়স উপযোগী সাইট ব্যবহার করা
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০.
উইডোজ কী?
ক) হিসাব নিকাশের প্রোগ্রাম খ) নেটওয়ার্কের আপারেটিং সিস্টেম
গ) কম্পিউটার অপারেটিং সিস্টেম ঘ) ডেটাবেজ প্রটোকল
৩১.
হার্ডডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কি না তা কম্পিউটারের কোথায় গিয়ে চেক করতে হবে?
ক) Control panel এ খ) All Program এ গ) ডিস্ক ড্রাইভে ঘ) বায়োসে
৩২.
যে কোনো প্রতিষ্ঠানের জন্য কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ক) লোক নিয়োগ খ) বেতন তৈরি গ) চাকরির বিজ্ঞাপন ঘ) ব্যবস্থাপনা
৩৩. মারুফ কম্পিউটারের গতি বাড়ানোর জন্য ব্যবহার করবে-
i. ডিস্ক ক্লিনআপ
ii. ডিস্ক ডিফ্রাগমেন্টর
iii. ডিস্ক রিমুভার
নিচের
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৪.
কোন জায়গা হতে কোন সফটওয়্যার আনইনস্টল করা যায়?
ক) মাই ডকুমেন্ট খ) হেল্প এন্ড সার্পোট গ) সার্চ ঘ) কন্ট্রোল প্যানেল
৩৫. কম্পিউটারের প্রতিটি ড্রাইভ ক্লিন করতে কী ব্যবহার করা হয়?
ক) Drive খ) আপগ্রেড এন্টিভাইরাস গ) ফ্যান ঘ) শক্ত ব্রাশ
৩৬.
কত সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি
করা হয়?
ক)
১৯৯০ খ) ১৯৯১ গ) ১৯৯২ ঘ) ১৯৯৩
৩৭.
IC এর পূর্ণরূপ কোনটি?
ক) Interrupt circuit খ) Interconnected circuit গ) Integrated circuit ঘ) Interrelated circuit
৩৮.
যান্ত্রিক পদ্ধতি কোনটি?
ক) ই-লার্নিং খ) প্রচলিত পাঠদান গ) সনাতন পাঠদান ঘ) ক্লাসরুমে শিক্ষাদান
৩৯. র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
ক) মাদারবোর্ডের নিধারিত স্লটে খ) সিপিউ এর ফ্যানে গ) NIC কার্ডের সাথে ঘ) হার্ডডিস্ক
৪০. ই-লার্নিং এর জন্য প্রয়োজন-
i. ইন্টারনেটের স্পিড
ii. প্রয়োজনীয় অবকাঠামো
iii. শিক্ষনসামগ্রী
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪১. টুইটার সদস্যদের টুইট -
i. বার্তগেুলো যে কোনে পেইজে দেখা যায়
ii. বার্তগুলো তাদের নিজস্ব পেইজে দেখা যায়
iii. তাদের অনুসারীরা পড়তে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪২. কম্পিউটারে একাধিক প্রোগ্রাম একসাথে অপেন
করতে গেলে কোন মেসেজটি প্রদশির্ত হয়?
ক) Boot disk failure খ) Our of memory গ) Auto
run ঘ) Hard disk not found
৪৩. ই-ক্লাস রুম তৈরির জন্য প্রয়োজন-
i. ওয়েব ক্যাম
ii. ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার
iii. ন্যাশনাল ইনফরমেশন সেল
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৪.
কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম Install করতে হয়?
ক) অপারেটিং সিস্টেম সফটওয়্যার খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ) VLC media player ঘ) ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যর
৪৫. কোনটি ব্যবহার করে অনলাইনে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে?
ক) ইন্টারনেট খ) টেলিভিশন গ) রেডিও ঘ) এমডিএস
৪৬.
তথ্য ডিজিটাল করলে সিদ্ধান্ত গহণ সময় কম লাগে কত শতাংশ?
ক) ৬০-৭০ শতাংশ খ) ৮০-৯০ শতাংশ গ) ৬০-৬০ শতাংশ ঘ) ৭০-৭৫ শতাংশ
৪৭. সামাজিক যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনগুলো?
ক) ফেসবুক ও ইয়াহু খ) ফেসবুক ও গুগল গ) ফেসবুক ও টুইটার ঘ) ফেসবুক ও ইউটিউব
৪৮. Twitter কি?
ক) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট খ) ই-মেইল এড্রেস
গ) ই-লার্নিং ঘ) মোবাইল এপ্লিকেশন
নিচের অনুচ্ছেদটি পড়ে ২টি প্রশ্নের উত্তর দাও:
আধুনিক কম্পিউটারের বিকাশ শুরু হয় একজন গণিতবিদ এবং ইংরেজী প্রকৌশলীর হাতে। তাকে আধুনিক কম্পিউটার এর জনক বলা হয়। তিনি এর সূচনা হিসেবে দুটি গণনা যন্ত্র আবিষ্কার করেছিলেন।
৪৯. কোন প্রযুক্তির মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায়?
ক) লর্ড বায়রন খ) অ্যাডা লাভলেস গ) চার্লস ব্যাবেজ ঘ) জগদীশ চন্দ্র বসু
৫০.
OS বলতে কি বুঝ?
ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
সঠিক উত্তর:
Post a Comment
0 Comments