Type Here to Get Search Results !

Microsoft Powerpoint 2019

পাওয়ার পয়েন্ট ২০১৯ এর ব্যবহার 


আমরা প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট ব্যাপক ব্যবহার করে থাকি। আর যদি পাওয়ার পয়েন্ট ২০১৯ ব্যবহার করি তাহলে প্রেজেন্টেশন তৈরীর মজাটাই অন্যরকম হয়ে যায়। আপনার চাইলে এই মজাটা প্রাণভরে উপভোগ করতে পারবেন। পাওয়ার পয়েন্ট ২০১৯ ব্যবহার করার মাধ্যমে। 
পাওয়ার পয়েন্ট ২০১৯ ওপেন করার পর নিচের মতো উইনডো প্রদর্শিত হবে আপনার সামনে। 

এই উইনডো দেখেই বুঝতে পারছেন নিশ্চয় পাওয়ার পয়েন্ট ২০১৯-এর সাথে পাওয়ার পয়েন্ট ২০০৭ বা এর পরবর্তী ভার্সন গুলো থেকে কতটা ভিন্ন। তবে চিন্তা করার কোন কারণ নেই, যারা পাওয়ার পয়েন্ট শিখতে চান তারা অবশ্যই শিখতে পারবেন। 

এবার চিত্রের নির্দেশিত পয়েন্টে ক্লিক করলে আপনাকে PowerPoint-এ নিয়ে যাবে। 

পাওয়াার পয়েন্ট ২০১৯-এ নতুন উইনডো নেওয়াঃ

পাওয়ার পয়েন্ট ২০১৯-এর উপরেই রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় টুলবার প্রতিটি মেনুর সাথে গভীর সম্পর্ক। 
যেমন নিচের চিত্রে দেখুন, সেখানে উপরের টুলবার থেকে  New Slide টুলে ক্লিক করা হয়েছে। ফলে নিচের চিত্রের মতো উইনডো প্রদর্শিত হয়েছে। এই উইনডোতে বিভিন্ন ধরনের লেআউট দেখা যাচ্ছে।  এগুলোর মধ্যে থেকে আপনি যেটি সিলেক্ট করবেন সেটা প্রদর্শিত হবে। 

মনে করা যাক, এগুলোর মধ্যে থেকে Content with Caption নামক লেআউট সিলেক্ট করা হলো। 
পরের চিত্র দেখুন, সেটা সিলেক্ট করা হয়েছে। 



উপরের চিত্রের মতো লেআউট সিলেক্ট করার পর নিচের চিত্রের মতো উইনডো প্রদর্শিত হবে। 


আবার আপনি যদি নিচের চিত্রের মতো Title and Content সিলেক্ট করেন তাহলে নিচের চিত্রের মতো সিলেক্ট করতে হবে। এভাবে আপনার প্রয়োজন  মতো কনন্টে সিলেক্ট করে কাজ করতে পারবেন। 


আর তার ফলে চিত্রের মতো উইনডো আপনার সামনে উপস্থিত হবে। এই উইনডোতে আপনি টাইটেল  এবং কনটেন্ট তৈরী করতে পারবেন। 


 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad