ক(caps)থায়
বলে চকচক করলে সোনা হয় না। তেমনি দেখতে আকর্ষণীয় ফোন গুলো মানে তেমন ভাল না হতে পারে।
তাই সবসময় ব্রান্ডের ফোন কেনা বুদ্ধিমানের কাজ।
তবে বর্তমানে অনেক ব্রান্ডেড ফোনও নকল, কপি ও ক্লোন তৈরী করে বাজারে ছাড়ার প্রামাণ পাওয়া গেছে।
তাই
আপনার পছন্দের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনটি আসল কিনা তা যাচাই করার জন্য আমরা
আজ ৩টি সহজ উপায় এখানে আলোচনা করবো।
ধরুন
আপনি একটি ক্লোনড ফোন কিনে ফেলেছেন। আপনার ক্লোনড ফোনের টাচ স্ক্রিনটি
অর্জিনালমানের নাও হতে পারে, প্রসেসরের ধীর গতির বা ব্যাটারিটির
চার্জ খুব কম সময় ধরে রাখতে পারে। একই ভাবে রিফারবিশড ফোনের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
সম্প্রতি অনেক ই-কমার্স ওয়েবসাইট 'রিফার্বিশড ফোনস' নামে একটি নতুন বিভাগ চালু করেছে।
মূলত
দেখতে নতুন রিফার্বিশ করা ফোনগুলো হল
সেকেন্ড হ্যান্ড বা বক্স-খোলা ক্ষতিগ্রস্থ এবং মেরামত করে
বাজারে ছাড়ে। অনেক সময় বাজারে বিদ্যমান কপি, ক্লোনড, রিফার্বিশড এবং অর্জিনাল
ডিভাইস গুলো সনাক্ত করা মুশকিল হয়ে পড়ে।
এই আর্টিকেলটি
আমরা অত্যান্ত সহজ ভাষায় লিখতে চেষ্টা করেছি। কপি, ক্লোনড, রিফার্বিশড এবং অর্জিনাল ডিভাইস পরীক্ষা করার জন্য কয়েকটি কৌশল জেনে
নিন।
ক্লোনড বা
কপি অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করুন
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজেই IMEI নম্বর দিয়ে ফোন
গুলো আসল না নকল তা পরীক্ষা করতে পারে।
নিচের স্টেপ গুলো অনুসরণ করুন-
- স্টেপ ১: নিজের
ফোনের IMEI নম্বর পেতে *#06# ডায়াল করুন। এছাড়াও, আপনি Settings>About Device>Status এ গিয়েও তা বের
করতে পারেন।
- ২: IMEI নাম্বার পাওয়ার পর imei.info ভিজিট
করুন, সাইটি ওপেন হওয়ার পর ডায়লগ বক্সে
আপনার IMEI নম্বরটি ইনপুট করুন এবং চেক চাপুন।
- স্টেপ
৩: লোড হতে সময় দিন একটু পর স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের তথ্য আসবে। যদি এটি আপনার ফোনের
তথ্য ব্যতিত অন্য কোন তথ্য দেখায় তাহলে আপনার ফোনটি নকল ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
অ্যান্ড্রয়েডে আপনি যেভাবে আপনার ফোনটি পরীক্ষা করেছেন, ঠিক একইভাবে আপনি আইফোনের জন্য করতে পারেন।
- স্টেপ ১: আপনার আইফোনের সিরয়াল নাম্বারটি খুজে বের করুন। এটি আপনার আইফোনের সিম কার্ড স্লটে অথবা Settings>General>About এ গেলে পাবেন।
- স্টেপ ২: একবার এটি পেয়ে গেলে, checkcoverage.apple.com সাইটে ভিজিট করুন।
- স্টেপ ৩: সাইটটিতে প্রবেশ করার পর আপনার আইফোনের সিরিয়াল নাম্বারটি লিখতে এবং কোড যাচাই করতে বলা হবে। প্রদর্শিত ক্যাপচা কোডটি লিখে Continue তে চাপুন। হ্যান্ডসেটটি নকল হলে Invalid Serial Number প্রদর্শন করবে।
আপনার আইফোনটি রিফার্বিশড কিনা যাচাই করতে নিচের চারটি স্টেপস অনুসরণ করুন-
- স্টেপ
১: আপনার ফোনে ##786 # ডায়াল করুন।
- স্টেপ
২: ভিউ অপশনে ক্লিক করুন।
- স্টেপ
৩: ভিউ
অপশন আপনাকে ' Reconditioned Status ' নিয়ে যাবে।
- স্টেপ
৪: যদি এটি Yes দেখায় তবে
বুঝতে আপনার ফোনটি রিফার্বিশ অন্যথায় এটি কোনও নম্বর দেখাবে না।
এবার নিজে চেষ্টা করুন হাতের ফোনটি আসল না নকল।
Post a Comment
0 Comments