প্রযুক্তি

Type Here to Get Search Results !

‍SSC 2022 এর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট


 

SSC 2022 এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ৩য় সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৮ জুন, ২০২১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ২০২২ শিক্ষার্থীদের ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। যেখানে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত, বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান, মানবিক বিভাগের জন্য ভূগোল এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ব্যবসায় উদ্যোগ বিষয়ের অ্যাসাইনমেন্ট রয়েছে।

HSC ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট পেতে এখানে ক্লিক করুন(link)



SSC 2022 এর ৩য় সপ্তাহ গণিত সমাধন

SSCএর ৩য় সপ্তাহ ভূগোল সমাধান।

 
বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২২ সালের  এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট (তৃতীয় সপ্তাহ) সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন

SSC 2022 ৩য় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেন্টঃ 

১ ও ২ দুটি প্যাটার্ণ। 

শিখনফল/বিষয়বস্তুঃ 

  1. অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের মধ্যে পার্থক্য নিরুপন করতে পারবে। 
  2. সমান্তর ধারা ব্যাখা করতে পারবে।
  3.  স্বাভাবিক সংখ্যার বর্গের ও ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে।
  4.  গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ‍সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। 
অ্যাসাইনমেন্টের উত্তর নিজে করা সবচেয়ে উত্তম। নিজে চেষ্টা করে উত্তর করার চেষ্টা কর। কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে বাতিল বলে গণ্য হবে। (alert-warning)

SSC 2022 পদার্থ বিজ্ঞান ৩য় সপ্তাহের অ্যাসাইনম্যান্ট

SSC 2022 ৩য় সপ্তাহ পদার্থ বিজ্ঞান

 অ্যাসাইনমেন্টঃ 

সময়(s)

দূরত্ব(m)

২.৫

৬.২৫

৪.৫

২০.২৫

২৫

৩৬

৭.৫

৫৬.২৫


সময়-দূরত্ব লেখ থেকে যেকোন সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়। উপরের উপাত্ত ব্যবহার করে-

ক) লেখকাগজে (সময়-দূরত্ব) লেখ অংকন পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় কর।

খ) ’ক’ এর লেখ হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলো ব্যবহার করে সময়-বেগ লেখ অংকন কর। লেখের বিভিন্ন বিন্দুতে ‘ঢাল’ নির্ণয় করে এতদসংক্রান্ত মতামত দাও।

গ) ‘খ’ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলো ব্যবহার করে লেখ অংকণ কর। ‘ক’. ‘খ’ ‍ও ‘গ’ তে প্রাপ্ত লেখ তিনটি একই রকম কিনা যাচাই কর।

৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন

 শিখনফল/বিষয়বস্তুঃ

লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। 

নির্দেশনাঃ 

পাঠ্য বইয়ের ৫০-৫২ পৃষ্টায় বর্ণিত অংশ অনুসরণ কর। 

অ্যাসাইনমেন্টের উত্তর নিজে করা সবচেয়ে উত্তম। নিজে চেষ্টা করে উত্তর করার চেষ্টা কর। কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে বাতিল বলে গণ্য হবে। (alert-warning)

 

SSC 2022 ব্যবসায় উদ্যোগ ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 

SSC 2022 ব্যবসায় উদ্যোগ ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর পেতে এখানে ক্লিক করুন

অ্যাসাইনমেন্টঃ

বাংলাদেশ শিল্পের উপর ব্যবসায়িক পরিবেশের উপাদানের প্রবাব। 

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 
  • ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারি পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করতে পারবে। 

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

  • ব্যবসায়ের ধারণা
  • ব্যবসায় পরিবেশের ধারণা
  • বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ
অ্যাসাইনমেন্টের উত্তর নিজে করা সবচেয়ে উত্তম। নিজে চেষ্টা করে উত্তর করার চেষ্টা কর। কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে বাতিল বলে গণ্য হবে। (alert-warning)

SSC 2022 ভূগোল ও পরিবেশ ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

SSC 2022 ভূগোল ও পরিবেশ ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

অ্যাসাইনমেনন্টঃ

পরিবেশের উপাদানের সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিরূপণ। 

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 
  • ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে। 
  • ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। 
  • ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। 

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)

  • ভূগোলে ধারণা ও পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি ও পরিবেশের ‍উপাদান বর্ণনা । 
  • পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলো মানুষের সাথে কীভাবে সম্পর্কিত তা নিরূপণ
  • পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানগুলো যে পরস্পরের সাথে ওতপ্রেতভাবে জড়িত তা প্রর্শন করে এগুলোর গুরত্ব ব্যাখ্যা। 
অ্যাসাইনমেন্টের উত্তর নিজে করা সবচেয়ে উত্তম। নিজে চেষ্টা করে উত্তর করার চেষ্টা কর। কপি বা গাইড দেখে অ্যাসাইনমেন্ট করলে বাতিল বলে গণ্য হবে। (alert-warning)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.