প্রিয় শিক্ষার্থীয় বন্ধুরা আজ আমরা খুব ব্যাসিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সবারই জানার কথা। আমাদের ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে থাকছে মৌলিক সংখ্যা নির্ণয়ের কৌশল।
মৌলিক সংখ্যা নির্ণয়ের কৌশলঃ (১-২০০ পর্যন্ত)
অংক ও সংখ্যার মধ্যে সম্পর্ক কি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
- ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো- ২, ৩, ৫,৭
- ২ ব্যতীত সকল মৌলিক সংখ্যাই বিজোড় সংখ্যা। কিন্তু সকল বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা নয়।
- একাধিক অংক বিশিষ্ট সংখ্যার শেষে ৫ থাকলে তা মৌলিক সংখ্যা নয়। যেমনঃ ১৫, ২৫, ১০৫ ইত্যাদি।
- ১০ থেকে ১০০ পর্যন্ত যেকোন বিজোড় সংখ্যা ৩ এবং ৭ দ্বারা বিভাজ্য না হলে তা মৌলিক সংখ্যা।
- ১০০ থেকে ২০০ পর্যন্ত যেকোন বিজোড় সংখ্যা ৩, ৭, ১১ এবং ১৩ দ্বারা বিভাজ্য না হলে তা মৌলিক সংখ্যা।
- কোন সংখ্যা মৌলিক বা যৌগিক কিনা তা নির্ণয়ের জন্য এমন সকল মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটির বিভাজ্যতা যাচাই করাই যথেষ্ট, যাদের বর্গ সংখ্যাটির চেয়ে বড় নয়।
গণিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রতীক ও তাদের নাম জানতে এখানে ক্লিক করুন।
বিঃ দ্রঃ ১০০-২০০ পর্যন্ত ১১ দ্বারা বিভাজ্য (বিজোড় সংখ্যা চেনার উপায় হলো- প্রদত্ত সংখ্যার বিজোড় অংকগুলোর সমষ্টি এবং জোড় অংকগুলোর সমষ্টির পার্থক্য ০। যেমন- ১২১ সংখ্যাটিতে বিজোড় অংক ১ +১=২ এবং জোড় অংক ২ এর পার্থক্য ২-২=০ সুতরাং ১২১ সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য। দ্রুপ ১৪৩, ১৬৫, ১৮৭।(code-box)
ভগ্নাংশ বা Fraction সম্পর্কে আপনি কি জানেন? যাচাই করতে এখানে ক্লিক করুন।
১ থেকে ১০০ পযর্ন্ত মৌলিখ সংখ্যার টেবিলঃ
মনে রাখার সূত্রঃ ৪৪, ৩২২, ৩২১(code-box)
বিশেষ নোটঃ
বিভাজ্যতার সূত্রের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল = ১০৬০
- ৫০ এর ছোট মৌলিক সংখ্যাগুলো হলো:- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ =১৫টি।
- ১০০ থেকে ২০০ এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো হলো:- ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯ = ২১ টি।
Post a Comment
0 Comments