প্রযুক্তি

Type Here to Get Search Results !

Fraction || ভগ্নাংশের আগামাথা

Fractions


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই গণিতের ছোটখাটো জিনিজ গুলো আপনাদের সাথে শেয়ার করি। আজ তেমনি একটি ছোট বিষয় কিন্তু অনেকর মাথা সহজেই ঢুকে না। আমরা গণিতের যারা পাকা তাদের জন্য নয়, যাদের মাথা সহজেই গণিত ঢুকতে চায় না তাদের জন্যই বারবার কন্টেট নিয়ে হাজির হই। আসুন তাহলে আজকের আপনাদের জন্য কি আছে নিচে দেখি।

হ্যাঁ বন্ধুরা আমাদের ফেইবুক পেইজে লাইক দিতে ভুল করবে না কিন্তু। আমাদের আকর্ষণীয় পোষ্ট গুলো ফেইজবুকে নিয়মিত আপডে দেওয়া হয়। এখানে চাপুন আর চলে যান আমাদের ফেইজবুক পেইজে।

ভেগ্নাংশ সম্পর্কে কিছু তথ্য

ভগ্নাংশের ধারণা: একটি বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করলে যে ভাঙ্গা অংশগুলো পাওয়া যায় তাদের এক একটি অংশকে ঐ বস্তুটির ভগ্নাংশ বলে। ভগ্নাংশকে ইংরেজীতে Fraction বলে। ভগ্নাংশের উপরের রাশিকে লব এবং নিচের রাশিকে হর বলে। 

ত্রিভূজ সংক্রান্ত ৪৫টি তথ্য। দেখুন তো আপনি কয়টি জানেন?(link)

নিচে চিত্রের সাহায্যে ভগ্নাংশের প্রকারভেদ দেখানো হলো-


·       লব ও হর অনুসারে ভগ্নাংশ তিন প্রকার। যথাঃ

প্রকৃত ভগ্নাংশঃ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 

বিয়োগ, গুণ ও ভাগের ক্ষেত্রে এটা আবার কেমন নিয়ম? জেনে নিন।(link)


অপ্রকৃত ভগ্নাংশঃ যে ভগ্নাংশের লব হরের সমান অথবা লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।

মিশ্র ভগ্নাংশঃ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে "সমস্ত” ও বলে।

দশমিক ভগ্নাংশঃ যে ভগ্নাংশকে দশমিক(.) অথবা, যেই ভগ্নাংশের হরে ১০ বা এর ঘাত যেমনঃ ১০০, ১০০০, ১০০০০ ইত্যাদি সংখ্যা থাকে এবং দশমিক চিহ্ন(.) ব্যবহার করিয়া প্রকাশ করা হয়,সেই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলে। দশমিক ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশ।(alert-success)

মৌলিক সংখ্যার ব্যপারে  এই তথ্য গুলো জানেন তো?(link)

 

  • কোন ভগ্নাংশকে এক দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের পরিবর্তন হয় না।
  • কোন ভগ্নাংশের লব শূণ্য হলে উক্ত ভগ্নাংশের মান শূণ্য হয়।(alert-passed)

আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অর্থাৎ পুনঃপুনঃ হয়, তাকে আবৃত অংশ বলে।(alert-success)

বন্ধুরা আজ এই পযর্ন্ত ভাল থেকো সবাই। লকডান দেশে কিন্তু পড়াশোনায় যেন লকডাউন না চলে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.