প্রযুক্তি

Type Here to Get Search Results !

বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে এটা আবার কেমন নিয়ম?

basicmath

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসের দূর্বলতম ছাত্র কেন বিয়োগ, গুণ বা ভাগ পারেনা এমন কে আছে পৃথিবীতে। কিন্তু বিয়োগ, গুণ ও ভাগের সাথে সম্পর্কিত নাম গুলো আমরা প্রায়ই ভুলে যাই। চলুন নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে আসি। জেনে আসি বিয়োগ, গুণ ও ভাগের সাথে সম্পর্কিত নামগুলো-

বিয়োগ সংক্রান্ত প্রাথমিক তথ্যঃ

সূত্র: বিয়োজন - বিয়োজ্য = বিয়োগফল(code-box) 

বিয়োগ সংক্রান্ত সূত্রসমূহঃ

  • বিয়োজন-বিয়োজ্য=বিয়োগফল
  • বিয়োজন=বিয়োগফল+বিয়োজ্য
  • বিয়োজ্য=বিয়োজন-বিয়োগফল  

মৌলিক সংখ্যা সম্পর্কে যত অজনা কথা

Note:

যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন।

যে সংখ্যা বিয়োগ করা হয় তা বিয়োজ্য।

বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা বিয়োগফল।

বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া। (alert-success)

গুণ সম্পর্কে প্রাথমিক তথ্যঃ

১৫        X          ৬         =          ৯০

গুণ্য      X      গুণক       =       গুণফল 

গুণ করার সূত্রঃ

  • গুণ্যXগুণক=গুণফল (গুণকXগুণ্য=গুণফল)
  • গুণ্য=গুণফল÷গুণক
  • গুণক=গুণফল÷গুণ্য

এসএসসি ২০২২ এর এসাইনমেন্ট সমাধান

Notes:

যে সংখ্যাকে গুণ করা হয় তা হলো গুণ্য।

যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা হলো গুণক।

গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো গুণফল।

গুণ হচ্ছে পুনঃপুন যোগ।(alert-success)

গুণ্য ও গুণকের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে গুণ্য এবং ছোট সংখ্যাটিকে গুণক বিবেচনা করে অংক করাই শ্রেয়।(code-box)

ভগ্নাংশ বা Fraction সম্পর্কে আপনি কি জনানে? যাচাই করুন এখানে। 

ভাগ সংক্রান্ত সাধারণ সূত্রাবলি

বিভাজ্যতার সূত্রসমূহ এক সাথে। 

নিঃশেষে বিভাজ্য না হলেঃ

ভাজ্য= ভাজক×ভাগফল+ভাগশেষ

ভাজক= (ভাজ্য-ভাগশেষ)= ভাগফল

ভাগফল= (ভাজ্য-ভাগশেষ)÷ভাজক(alert-success)

নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রেঃ

ভাজ্য= ভাজক×ভাগফল

ভাজক= ভাজ্য÷ভাগফল

ভাগফল= ভাজ্য÷ভাজক(alert-success)

Note: নিঃশেষে ভাগ হচেছ গুণের বিপরীত প্রক্রিয়া ।

সংখ্যা সম্পর্কে যে তথ্য জানা জরুরী

  • যে সংখ্যাকে ভাগ করা হয় তা ভাজ্য।
  • যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তা ভাজক।
  • ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তা ভাগফল।
  • ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে তা ভাগশেষ।
  • ভাগশেষ অবশ্যই ভাজক থেকে ছেfট হবে।
  • ভাগশেষ শূন্য হলে ভাজ্য, ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য।
  • ভাজ্য ০ হলে ভাগফলও ০ হয়।
  • ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল ১ হয়।
  • ভাজক ১ হলে ভাগফল ভাজ্যের সমান হয়।
  • ভাজক ০ হলে ভাগ করা যায় না, অর্থাৎ ০ দ্বারা কোন সংখ্যাকে ভাগ করা যায় না।

ভাগ হচ্ছে পুনঃপুন বিয়োগ।(code-box) 

কেমন লাগলো বন্ধুরা আমাদের এই সূক্ষ্ম অথচ সাধারণ আর্টিকেলটি?

বন্ধুরা নতুন নতুন পোষ্ট পেতে আমাদের পেইজবুক পেইজের সাথে যুক্ত থাকো।  

Facebook Page(link)

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thank you for your important comment