Type Here to Get Search Results !

এসএসসি ৪র্থ সপ্তাহ পদার্থ বিজ্ঞান সমাধান

SSC 2021 4th week assignment answer

প্রিয় SSC 2021 শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েভ সাইটে প্রকাশ করা হয়েছে। 

আমরা এই পোষ্টের মাধ্যমে এসএসসি ২০২১ সালের পদার্থ বিজ্ঞানের ৪র্থ সপ্তাহের সমাধান দেবো। 

শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লেখতে চেষ্টা  করো। কারন, কপি পেষ্ট করে অ্যামাইনমেন্ট না লেখায় ভাল। 

বিষয়: পদার্থ বিজ্ঞান

বিষয় কোড: ১৩৬

অ্যাসাইনমেন্ট : শক্তির রূপান্তর ৭৫ কেজি একটি পাথর ৪০ মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। 


  • ক. ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? 
  • খ. ৪০মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কী কী রূপে রয়েছে ব্যাখ্যা কর। 
  • গ. বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি ১০ মিটার পরপর বস্তুটির সময়গতিশক্তি ও সময়-বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা কর। 
  • ঘ. লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ দেখাও। 

 শিখনফল/বিষয়বস্তু :  

  • বাধাহীন বা মুক্তভাবে পড়ন্ত বস্তুটির গতি ব্যাখ্যা করতে পারব।
  • গতিশক্তি ও বিভবশক্তি ব্যাখ্যা করতে পারব।

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • পাঠ্য বইয়ের ৪৭-৪৯ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে।
  • পাঠ্য বইয়ের ১০০-১০৮ পৃষ্ঠায় বর্ণিত অংশ অনুসরণ করতে হবে।
SSC 4th week Physics answer sheet

৪র্থ অ্যাসাইনমেন্ট “ক” নং প্রশ্নের উত্তর:

সমাধন:

এসএসসি ২০২১ ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টঃ পদার্থ বিজ্ঞান


৪র্থ অ্যাসাইনমেন্ট “খ” নং প্রশ্নের উত্তর:

সমাধান: 

আমরা জানি,

স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা থেকে কোনো বস্তুকে অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।

যেহেতু ৪০ মিটার উঁচু থেকে পাথরটিকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ৪০ মিটার উচ্চতা হতে পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহুর্তে পাথরটিকে স্থির অবস্থায় রাখা হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে বস্তুটিকে তার স্বাভাবিক অবস্থান হতে সরিয়ে অন্য অবস্থানে রাখা হয়েছে। তাই বস্তুটির মধ্যে বিভবশক্তি ক্রিয়া করবে৷ আবার, কোন বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলা হয়। পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্ব মুহুর্তে পাথরটি স্থির থাকার দরুন (গতিশীল না হওয়ায় এর গতিশক্তি শূণ্য ()

সুতরাং বলা যায়- ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মে কেবলমাত্র বিভবশক্তি কাজ করবে৷


৪র্থ অ্যাসাইনমেন্ট “গ” নং প্রশ্নের উত্তর:

SSC 4th week physics


SSC 2021 ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান


SSC 2021 ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান

এসএসসি ২০২১ সালের ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান উত্তর
SSC 2021 ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান
SSC 2021 ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান

SSC 2021 ৪র্থ সপ্তাহের পদার্থ বিজ্ঞান

৪০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি   = বিভবশক্তি + গতিশক্তি

                                                            = ২৯৪০০ + ০

                                                            = ২৯৪০০ জুল

৩০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি   = ২২০৫০ + ৭৩৫০

                                                            = ২৯৪০০ জুল

২০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি   = ১৪৭০০ + ১৪৭০০

                                                            = ২৯৪০০ জুল

১০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি    = ৭৩৫০০ + ২২০৫০

                                                            = ২৯৪০০ জুল

০ মিটার উচ্চতায়/ভূমিতে বস্তুটির মোট শক্তি      = ২৯৪০০ + ০

                                                                        = ২৯৪০০ জুল

উপরোক্ত গাণিতিক বিশ্লেষণে দেখা যায় যে, প্রতিটি মহুর্তে বা যে কোন অবস্থানে মোট শক্তির কোন পরিবর্তন হয় না। অর্থাৎ মোট শক্তি ধ্রু যা শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে।


৪র্থ অ্যাসাইনমেন্ট “ঘ” নং প্রশ্নের উত্তর:

সমাধান:
কোন উচ্চতায় বস্তুটির বিভবশক্তি ও গতিশক্তি সমান তা নিচের লেখ চিত্রের মাধ্যমে দেখানো হলো-
এসএসসি ২০২১ সালের পদার্থ বিজ্ঞান ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট

প্রিয় শিক্ষার্থী আমাদের ফেইজবুক পেইজে লাইক দেওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা শেয়ার করে সাবইকে পড়ার সুযোগ করে দাও।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad