প্রযুক্তি

Type Here to Get Search Results !

বাংলায় ”কি” এবং “কী” এর মধ্যে পার্থক্য কী?

What

বাংলায় "কি" এবং "কী"-এর মধ্যে পার্থক্য কী?

আমরা বাংলাভাষী হলেও বাংলার অনেক ছোটখাটো জিনিস আমরা অনেকেই জানি না। এমনকি স্কুলেও ছোটখাটো জিনিসগুলোর দিকে তেমন নজর দেন না আমাদের শিক্ষক সমাজ। আজকে তেমনই একটি বিষয় তুলে ধরবো।

বাংলায় প্রশ্ন করতে সাধরনত কি, কী এই দুটি প্রশ্নসূচক শব্দ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কিন্তু আমরা এর মধ্যে পার্থক্য বুঝি।

যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমার স্কুলের বাংলা শিক্ষক আমাকে এর পার্থক্য বুঝিয়েছিল এবং এর ব্যবহার-বিধি শিখিয়েছিল।

আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কী/কি বলি। কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায়।

আমরা যখন কোনো প্রশ্ন করি। আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়। তখন সেক্ষেত্রে বাক্যের শেষে "কি" শব্দটি বসিয়ে প্রশ্ন বাক্য লিখতে হয়।

উদাহরণ-

১। তুমি কি লিখতে পারো?

উ: হ্যাঁ।

২। তুমি কি সাঁতার কাটতে পারো?

উ: হ্যাঁ

অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি। যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না। সেক্ষেত্রে বাক্যের শেষে "কী" শব্দটি ব্যবহার করা হয়।

উদাহরণ-

১। তুমি কী খাচ্ছ?

উ: মাছ-মাংস।

২.তুমি কী পড়?

উ: বাংলা বই।

আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।

পোষ্টটি শেয়ার করার জন্য অনুরুধ রইল। এমন ছোটখাটো অনেক কিছু জানতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

Facebook Page(link)

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.