Type Here to Get Search Results !

ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ

piss, piss

piss frequently

ঘন ঘন প্রস্রাব হলে কী করতে হবে?

সারাদিন যারা পরিশ্রম করেন, অনেক বেশি ঘামেন, তারা লিটার পানি পান করলে বড়জোর লিটার প্রস্রাব হবে বাকি পানি ঘামের সাথে বের হয়ে যাবে। আবার যারা তেমন পরিশ্রম করেন না বা ঘামেন না তারা লিটার খেলেই ২.৫ লিটার প্রস্রাব হতে পারে। খেয়াল রাখতে হবে এক বারে ১ গ্লাসের বেশি পানি পান করার দরকার নেই। কিছুক্ষণ পরপর ১ গ্লাস করে পানি পান করা স্বাস্থ্য সম্মত।

এর ব্যতিক্রম হলেই চিন্তার বিষয়। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে নিজেকেই বের করতে হবে ঘন ঘন প্রস্রাব হওয়ার কারন কি? সমস্যা খুজে বের করে সে অনুযায়ী সটিক চিকিৎসা নিতে হবে। কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, প্রোস্টেটে ইনফেকশন, ব্লাডার ক্যান্সার, ব্লাডার বা কিডনিতে পাথর, মূত্র নালীর সংকোচন ইত্যাদি যে কারণই দায়ী থাকুক না কেন এর আসল কারন যথাযথ ভাবে নির্ণয় করে যথাযত হোমিও চিকিৎসা নিলে এই সমস্যা দূর হয়ে যায়।

যে কোন ধরনের শারীরিক সমস্যায় স্বীকৃত ডাক্তারের পরামর্শই সর্বোত্তম পরামর্শ।(alert-warning)


 কেন ঘন ঘন প্রস্রাব হয়?

  • বেশি পরিমানে পানি পান করা এর একটি প্রধান কারণ।
  • মানষিক দুঃশ্চিন্তা, যেমন ছাত্র-ছাত্রীদের পরীক্ষাকালীন সময়ে বা সাক্ষাতকার দেয়ার আগে।
  • যুবকদের অশ্লিল নীল ছবি দেখা বা যৌন উত্তেজক চিন্তার ফলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • শীতকাল বা ঠান্ডা-শুষ্ক অবহাওয়ায় শরীর ঘামে না, সময় মুত্রশয় অতিরিক্ত প্রস্রাব তৈরি করে কিডনী শরীরে পানি লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে।
  • কিছু রোগের লক্ষণ হিসেবে অতিরিক্ত প্রস্রাব হয়, যেমন - ডায়াবেটিস, প্রস্টেট গ্রন্থির টিউমার, প্রস্রাবে জীবাণু সংক্রমণ ইত্যাদি।
  • কিডনী অকেজো হবার অন্যতম লক্ষণ হল অতিরিক্ত প্রস্রাব হওয়া।
  • ব্লাডার ক্যান্সার, ব্লাডার বা কিডনিতে পাথর হলে।
  • মূত্র নালীর সংকোচন হলে ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে।
  • এছাড়া এলকোহল, চা, কফি পান করাও অতিরিক্ত প্রস্রাব হবার জন্য দায়ী।
  • ইনফেক্শন একটি কারণ। এটি হলে প্রস্রাবের সাথে জ্বালাপোড়া হবে। প্রস্রাব ছাড়াও জ্বালাপোড়া হবে। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের পেলভিক এরিয়াতে বা তলপেটে জ্বালাপোড়া করছে।
  • পুরুষদের প্রোস্টেটে ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • প্রস্রাবের পথে যদি কোন বাধা থাকে তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • মেয়েদের গর্ভে সন্তান আসার প্রথম মাসে ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • মেয়েদের পেলভিক ইনফ্লামেশন হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • যক্ষা বা TB হলেও তলপেটে জ্বালাপোড়া, প্রস্রাবে জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে।
  • প্রস্রাবের থলিতে ক্যান্সার হলেও প্রস্রাবে জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে, এমনকি রক্তও বের হতে পারে।

ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি

ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ ও প্রতিকার

আরো পড়ুন>>

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad