প্রযুক্তি

Type Here to Get Search Results !

এক পলকে বিশ্ব - September 2022

এক পলকে বিশ্ব - September 2022


এক পলকে বিশ্ব

বিশ্বের প্রতিটি ঘটনা নিয়ে আমরা নতুন প্রজেক্ট শুরু করলাম। পতি মাসের শুরুতে আমরা বিশ্বের প্রতিটি ঘটনা নিয়ে সাজাবো আমাদের এক পলকে বিশ্ব। প্রিয় চাকুরী প্রার্থী ও জানার আগ্রহী শিক্ষার্থীদের বিশেষ অনুরোধ থাকবে পোস্টটি পড়ে শেয়ার করে দিন। 

নব নিযুক্ত

বাংলাদেশ

বর্তমানে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়ীত্বরত আছেন-

চেয়ারম্যান

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি: কাজী আশরাফ উদ্দিন;
  • দায়িত্ব গ্রহণ: ৩১ জুলাই ২০২২।

 

  • প্রতিষ্ঠান : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : কমোডার (অব.) মোহাম্মদ নুরুল আবছার;
  • নিয়োগ: ২৩ আগস্ট ২০২২।

 

নির্বাহী চেয়ারম্যান

  • প্রতিষ্ঠান : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : নাসরীন আফরোজ
  • দায়িত্ব গ্রহণ :   আগস্ট ২০২২।

 

  • প্রতিষ্ঠান : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : লোকমান হোসেন মিয়া;
  • দায়িত্ব গ্রহণ : ২৩ আগস্ট ২০২২

তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ লাভ করেন।

 

ব্যবস্থাপনা পরিচালক

  • প্রতিষ্ঠান : রূপালী ব্যাংক লিমিটেড
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : মুহম্মদ জাহাঙ্গীর;
  • নিয়োগ: ১৪ আগস্ট ২০২২

  • প্রতিষ্ঠান : সোনালী ব্যাংক লিমিটেড
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : আফজাল করিম;
  • নিয়োগ: ১৪ আগস্ট ২০২২

 

  • প্রতিষ্ঠান : অগ্রণী ব্যাংক লিমিটেড
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি : মুরশেদুল কবীর;
  • নিয়োগ: ১৪ আগস্ট ২০২২

 

 

বিদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত

  • দেশ: অস্ট্রেলিয়া
  • নিযুক্ত ব্যক্তি : এম আল্লামা সিদ্দিকী;
  • নিয়োগ: ৩১ জুলাই ২০২২।

 

  • দেশ : সুইজারল্যান্ড জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোতে স্থায়ী প্রতিনিধি
  • নিযুক্ত ব্যক্তি : এম সুফিউর রহমান;
  • নিয়োগ : ৩১ জুলাই ২০২২।

 

  • দেশ : ডেনমার্ক
  • নিযুক্ত ব্যক্তি : কে এম শহীদুল করিম;
  • নিয়োগ : ৩১ জুলাই ২০২২।

 

বিবিধ

  • প্রতিষ্ঠান : প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (CID), বাংলাদেশ পুলিশ
  • নিযুক্ত ব্যক্তি : মোহাম্মদ আলী মিয়া;
  • দায়িত্ব গ্রহণ: ২৩ আগস্ট ২০২২
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা; ২৯ জুলাই ২০২২ তার নাম ঘোষণা করা হয়।(info)


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

. শহীদ হোসাইন; নিয়োগ ২৮ জুলাই ২০২২।

 

সচিব, আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়

মো. গোলাম সারওয়ার; নিয়োগ ২৭ জুলাই ২০২২।

 

উপাচার্য, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

অধ্যাপক . মো. আবু নঈম শেখ; দায়িত্ব গ্রহণ আগস্ট ২০২২।

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (HSBC) বাংলাদেশের রিটেইল ব্যাংকিং এর প্রধান, তানমি হক; ১ আগস্ট ২০২২ তিনি প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।(info) 


আন্তর্জাতিক

  • প্রেসিডেন্ট কলম্বিয়াগুস্তাভো পেত্রো; দায়িত্ব গ্রহণ আগস্ট ২০২২।
  • ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (IFC) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রুথ হরোউইজ।(info)

  • মহাসচিব, OPEC হাইথাম আল- গাইস (কুয়েত); দায়িত্ব গ্রহণ আগস্ট ২০২২
  • কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক
  • মিশেল 'বনসাউইন; ১৯ আগস্ট ২০২২ মনোনীত হন।
  • পাকিস্তানে প্রথম হিন্দু নারী সহকারী পুলিশ সুপার (DSP)
  • মনীষা রূপেতা, জুলাই ২০২২ থেকে তিনি পদে কাজ শুরু করেন।
  • ৭৮তম প্রেসিডেন্ট, জাতিসংঘ অর্থনৈতিক সামাজিক পরিষদ (ECOSOC)
  • লাচিজারা স্টোয়েভা (বুলগেরিয়া); দায়িত্ব গ্রহণ ২৫ জুলাই ২০২২।

ভারতের নতুন প্রধান বিচারপতি, উদয় উমেশ ললিত; ২৭ আগস্ট ২০২২
দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি এসএম সিকরির পরে, তিনি দ্বিতীয় বিচারপতি যিনি সরাসরি বার থেকে প্রধান বিচারপতি হন। নির্বাহী সচিব, United Nations Framework Convention on Climate Change (UNFCCC) সাইমন স্টিয়েল (গ্রানাডা); নাম ঘোষণা ১৫ আগস্ট ২০২২।(code-box)


প্রধানমন্ত্রী

  • বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্বগ্রহণ করেন- গালাব ডনেভ, দায়িত্ব গ্রহণ আগস্ট ২০২২।

  • সেন্ট কিটস অ্যান্ড নেভিসের প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্বগ্রহণ করেন- টেরেন্স দেও; দায়িত্ব গ্রহণ আগস্ট ২০২২।


কেনিয়ার নতুন প্রেসিডেন্ট

আগস্ট ২০২২ কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম সামোই রুটো ৫০.৪৯% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গা পান ৪৮.৮৫% ভোট। উইলিয়াম রুটো এপ্রিল ২০২৩ দায়িত্ব গ্রহণ করবেন। এপ্রিল ২০১৩ থেকে তিনি দেশটির ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।


মিস ইউনিভার্সে মিসেস

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবিবাহিত সন্তান হয়নি এমন। নারীদেরই আমন্ত্রণ জানানো হতো। প্রচলিত নিয়মের জন্যে অনেক সুন্দরীই বাদ পড়তেন। এবার সে নিয়ম বদলে ফেলছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার ৭২তম আসর থেকে এতে অংশ নিচ্ছেন মিসেসরাও। তবে বয়সের ক্ষেত্রে (১৮-২৮ বছর) নিয়মে কোনো পরিবর্তন হবে না।


বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

২৫ জুলাই ২০২২ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান ভারতীয় অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। সেপ্টেম্বর ২০২২ তিনি দায়িত্ব গ্রহণ করেন। কৌশিক বসুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পদ অলংকৃত করেন তিনি। কৌশিক বসু অক্টোবর ২০১২-অক্টোবর ২০১৬ পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.