প্রযুক্তি

Type Here to Get Search Results !

জমি নামাজারি করার নতুন নিয়ম - Mutation-Land

জমি নামাজারি করার নতুন নিয়ম - Mutation-Land

-নামজারি প্রক্রিয়ায় QR কোড

ভূমিসেবা জনবান্ধব করার প্রত্যয়ে ভূমির সব সেবাকে আধুনিকায়ন করতে ৩০ জুলাই ২০২২ নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান DCR' নতুন ফরমেটে QR কোড সংযুক্ত করা হয়। QR কোডযুক্ত DCR খতিয়ানে সহকারী কমিশনার (ভূমি) বা নাজিরের ম্যানুয়াল স্বাক্ষরের (সরাসরি হাতে প্রদত্ত কিংবা স্ক্যান/ ছবি তুলে সংযুক্ত) প্রয়োজন নেই। আলোকে - মিউটেশন প্রক্রিয়ায় DCR' নতুন ফরমেটে QR কোড (Quick Response Code / 2D bar code) সংযুক্ত করা হয়েছে।

QR কোডযুক্ত DCR খতিয়ান ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত DCR খতিয়ানের সমতুল্য এবং আইনগতভাবে বৈধ সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যবহারোপযোগী। DCR কোডযুক্ত DCR' খতিয়ান প্রাপ্তির পর ভূমি অফিস থেকে ম্যানুয়াল DCR/ খতিয়ান সংগ্রহ করার প্রয়োজন নেই।

ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা কাঠামো https://land.gov.bd অথবা সরাসরি -নামজারি ওয়েবসাইট https://mutation.land.gov.bd - গিয়ে ছক কোড স্ক্যান করে QR কোডযুক্ত অনলাইন DCR এবং OR কোডযুক্ত অনলাইন খতিয়ানের বৈধতা সহজেই যাচাই করা যাবে।


-নামজারি

দেশে প্রতিটি ভূমি অফিসে নিচের বিজ্ঞপ্তিটি লক্ষ্য় করা যায়।

সকল জমির মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রাম ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে সকল উপজেলা ভূমি অফিসে -নামজারি চালু করা হয়েছে।

অনলাইনে নামজারির আবেদনের জন্য নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করুনঃ

  • www.land.gov.bd
  • অনলাইন আবেদন
  • নামজারি

 

ধাপ-১:  নামজারি আবেদনের জন্য ক্লিক করুন: www.land.gov.bd

ধাপ-২: আবেদন এর সঙ্গে যুক্ত করুন (রেকর্ডীয় মালিকের মাধ্যমে হলে):

  • ক) আবেদনকারির পাসপোর্ট সাইজের ছবি কপি
  • ) জাতিয় পরিচয়পত্র/নাগরিক সনদ/পাসপোর্ট- এর ফটোকপি
  • ) হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের দাখিলা
  • ঘ) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান
  • ঙ) দলিল মূলে মালিক হলে- সাব কবলা/হেবা/ বন্টন নামা-দলিলের ফটোকপি
  • চ) ওয়ারিশ মূলে মালিক হলে - ওয়ারিশ সনদ
  • ছ) আদালতের রায়/ডিক্রি হলে রায়/ডিক্রির কপি (রেকর্ডীয় মালিকের মাধ্যম ব্যতীত)


ধাপ-৩: প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নাগরিক কর্ণার থেকে আপলোডপূর্বক আবেদন ফরমটি পূরণ করে দাখিল করুন।

জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনে নামজারির আবেদন (-মিউটেশন) করতে আপনার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রের সাথে সংযুক্ত তথ্যাদি সঠিক থাকলে সহকারী কমিশনার (ভূমি) গণ নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নামজারি কার্যক্রম সম্পন্ন করবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.