ইংরেজিতে স্মার্টলি কথা বলতে ও ফ্রিহ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ ৭০টি নিয়মের ২য় পর্ব নিয়ে লিখতে বসলাম আপনাদের জন্য। এই নিয়ম গুলো আয়ত্ব করতে পারলে আপনিও পারবেন স্মার্ট ইংরেজী বাক্য গঠন করতে।এখনে ৭০ টি গুরুত্বপূর্ণ Linking word বা Connector এর Structure সহ আলোচনা করা হবে। আজ ২য় পর্বে ১০টি দেওয়া হলো। ১ম ১০টি নিয়ম পড়ার জন্য এখানে ক্লিক করুন। প্রতি শনিবার এমন আকর্ষণীয় সব ইংরেজী শিখার টেকনিক নিয়ে কন্টেন্ট প্রকাশ হবে ই-ভিশন বিডিতে। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
নিয়মগুলোর সক্ষিপ্ত লিষ্ট (toc)
Spoken Rule- 11
Hardly
= খুবই কম / কদাচিৎ / প্রায়ই না
বাংলা
বাক্যে খুবই কম / কদাচিৎ / প্রায়ই না এ ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে Hardly ব্যবহার
হয়।
Structure:
Sub + hardly + verb + object .
Example:
১. আমি খুবই কম চা খাই।
- I hardly take tea.
২. তুমি আমাকে খুবই কম ভালোবাসো।
- You hardly love me.
৩. আমি খুবই কম টিভি দেখি৷
- I hardly watch TV.
৪. ইদানিং তোমাকে দেখাই যায় না।
- You are hardly seen these days.
৫. তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না।
- You hardly hang out with me lately.
Spoken Rule- 12
Likely
to = সম্ভাবনা
বাংলা
বাক্যের শেষে “সম্ভাবনা” আছে / ছিল থাকলে likely to ব্যবহার হয়।
Structure:
Sub + am / is / are / was / were + likely to + verb1 + Ext.
Example:
১. হাফিজের এ + পাওয়ার সম্ভাবনা আছে।
- Hafiz is likely to get A+.
২. আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
- It is likely to rain today.
৩. তার স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা আছে।
- He is likely to get scholarship.
৪. ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল।
- Firoz was likely to go Rangamati.
৫. তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল।
- You were likely to get the job.
Spoken Rule- 13
Would
rather (বরং)
Structure:
sub + would rather + verb + than + verb + extension.
Example:
১. I would rather starve than beg.
- আমি বরং না খেয়ে থাকব তবু ভিক্ষা করব না।
২. I would rather go out than stay home.
- আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হবো.
৩. I would rather go for shopping than playing.
- আমি বরং শপিংয়ে যাবো তবু খেলবো না।
Spoken Rule- 14
As
often as (“যতবার .... ততবার")
কোন
বাংলা বাক্যে “যতবার .... ততবার” থাকলে as often as ব্যবহার হয়।
Structure:
Subject + verb + as often as + Ext.
Example:
১. সে যতবার বাজারে যায় ততবার চা খায়।
- He drinks tea as often as he goes to market.
২. সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়।
- People get benefitth as often as he is elected.
৩. তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়।
- The work is hampered as often as you go out.
Spoken Rule- 15
It's
high time- ইহাই উপযুক্ত সময়
Structure:
It's high time to + verb + extension.
Example:
১. এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়।
- It is high time to take preparation.
২. ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
- It's high time to learn English.
৩. তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
- It's high time to build your carrier.
৪. এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
- It’s high time to solve this problem.
৫. ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
- It's high time to put away our bad habits.
Spoken Rule- 16
So
that = “এতই যে”
বাক্যে
“এতই .... যে” অর্থ প্রকাশ পেলে so that ব্যবহার হয়।
Structure:
Sub + am / is / are + so + adjective + that + Sub + verb1 + ext.
১. আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না।
- I am so weak in English that I cannot pass in exam.
২. চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না।
- Chinese language is so hard that we cannot read.
৩. জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না।
- Jafor is so fat that he cannot run.
৪. রাফিন এতই স্মার্ট যে সে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে।
- Rafin is so smart that he can draw attention easily.
Spoken Rule- 17
Let
alone = তো দুরের কথা
প্রয়োগক্ষেত্র:
কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যে “তো দুরের কথা” থাকলে Let alone ব্যবহার হয়।
Structure:
Subject + verb + easy task + let alone + hard task
Example:
১. সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না।
- He cannot speak English let alone write.
২. তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না।
- You will not be able to kill a cat let alone tiger.
৩. আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা।
- I can't drive Cycle let alone a Motorcycle.
৪. আমার কাছে ৫০০ তো দুরের কথা ৫০ টাকাও নেই।
- I don't have even 50 Tk. let alone 500 Tk.
৫. সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না।
- He will not be able to pass the exam let alone stood first.
Spoken Rule- 18
Intend
to- কিছু করার ইচ্ছা / মনস্থ করা।
Structure:
Sub + intend to + verb1 + ext.
Example:
১. আমার ইংরেজী শেখার ইচ্ছা আছে
- I intend to learn English.
২. আমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে।
- I intend to buy motorcycle.
৩. রাকিবের নামাজ পড়ার ইচ্ছা আছে।
- Rakib intends to say prayer.
৪. সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থ করেছে।
- He intends to go to village home.
Spoken Rule- 19
Should
have (উচিত ছিল)
Structure:
Sub + should have + Verb (past participle) + Ext.
Example:
১. আমার কম্পিউটার শেখা উচিত ছিল।
- I should have learnt Computer.
২. তোমার দেশের জন্য কিছু করা উচিৎ ছিল।
- You should have done something for the country.
৩. রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত।
- Rana should have stood first.
৪. তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল।
- He should have drunk sufficient water.
Spoken Rule- 20
Having
a hard time– কঠিন মনে হওয়া
Structure:
Sub + having a hard time + (verb + ing) + Extension.
Example:
১. I'm having a hard time spending with you.
- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।
২. I'm having a hard time explaining the issue.
- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।
৩. I'm having a hard time finding the right answer.
- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।
৪. I am Having a hard time implementing a new design.
- নতুন নকশাটির বাস্তবায়ন করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।
Post a Comment
0 Comments