প্রযুক্তি

Type Here to Get Search Results !

ইংরেজিতে স্মার্ট বাক্য তৈরির ৭০ টি পরামর্শঃ ১ম পর্ব

Spoken English


ইংরেজিতে স্মার্টলি কথা বলতে ও ফ্রিহ্যান্ড রাইটিং এর জন্য কিছু নিয়ম না জানলেই নয়। আজ এমন কিছু নিয়ম আপনাদের মাঝে নিয়ে এসেছি যা আয়ত্ব করতে পারলে স্মার্ট ইংরেজী বাক্য গঠন করতে পারবেন সহজে। 

এখনে ৭০ টি গুরুত্বপূর্ণ Linking word বা Connector এর Structure সহ আলোচনা করা হবে। আজ ১ম পর্বে ১ম ১০টি দেওয়া হলো। প্রতি শনিবার এমন আকর্ষণীয় সব ইংরেজী শিখার টেকনিক নিয়ে কন্টেন্ট প্রকাশ হবে ই-ভিশন বিডিতে। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। 


ইংরেজিতে যারা দক্ষ হতে চান তাদের জন্য রুলগুলো আশা করি কাজে লাগবে।

নিয়মগুলোর সক্ষিপ্ত লিষ্ট (toc)

Spoken Rule-1:

As well as- সেইসাথে/এটাও ওটা

বাংলা বাক্যে দ্বারা “সেইসাথে/এটাও ওটাও” বুঝাতে চাইলে As well as ব্যবহার হয়।

Structure: Subject + verb + adj / n`p + as well as + adj / np / extension. 

*(N/P- Noun / pronoun)

Example:

  1. মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও।  
  • The girl is beautiful as well as intelligent.

Spoken Rule-2:

How about- কেমন হয়?

Structure: How about + verb (ing) + Ext.

Example:

১. কম্পিটার শিখলে কেমন হয়? 

  • How about learning computer? 
২. এখন কফি খেলে কেমন হয়? 
  •  How about having coffee now?
৩. আজ ঘুরতে গেলে কেমন হয়? 
  • How about roaming around today?
৪. এই শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়? 
  • How about going to Rangamati in this winter?
৫. মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? 
  • How about meeting the girl?
৬. আজ বিরিয়ানী রান্না করলে কেমন হয়? 
  • How about cooking biryani today?

৭. অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়? 

  • How about doing freelancing online?


Spoken Rule-3

Feel like– ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা

প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে।

Structure: Subject + feel like + Verb (ing) + Extension.

Example:

১. I feel like eating. 

  • আমার খেতে ইচ্ছা করছে।

২. I don't feel like eating. 

  • আমার খেতে ইচ্ছা করছে না।

৩. Do you feel like eating? 

  • তোমার কি খেতে ইচ্ছা করছে?

৪. I feel like having coffee. 

  • আমার কফি খেতে ইচ্ছা করছে ।

৫. I feel like flying like a bird. 

  • আমার পাখির মত উড়তে ইচ্ছা করছে।

৬. I feel like crying for joy. 

  • আনন্দে আমার কাঁদতে ইচ্ছা করছে।

৭. I feel like getting wet in the rain. 

  • আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।

৮. Do you feel like getting wet in the rain? 

  • তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?

৯. Don't you feel like getting wet in the rain? 

  • তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?

 

Spoken Rule- 4:

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক ......

Structure: Keep + verb (ing) + Sub + verb (any form) + Ext.

Example:

১. লেগে থাক, তুমি জিতবে। 

  • Keep staying, you will win.

২. হাসতে থাকো তুমি সুখী হবে। 

  • Keep smiling, you'll be happy.

৩. তুমি যেতে থাকো, আমি পরে আসবো। 

  • Keep going, I'll come later on.

৪. নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে। 

  • Keep praying, you'll get solution of all problems.

৫. চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। 

  • Keep trying you will achieve your aim.

৬. অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। 

  • keep practicing, you'll speak English fluently.


Spoken Rule- 5:

Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)

Structure: Subject + Used to + Verb (base form) + Ext.

Example:

১. I used to develop websites. 

  • আমি ওয়েবসাইট তৈরী করতাম।

২. I used to live in Canada. 

  • আমি কানাডায় বাস করতাম।

৩. I used to like vegetables. 

  • আমি শাকসবজি পছন্দ করতাম।

৪. I used to recite the Holy Quran. 

  • আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম।

 

Spoken Rule-6

Yet to (এখনো কিছু করিনি / করেনি)

বাক্যে “এখনো কিছু করিনি / করেনি” কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়।

Structure: Subject + am, is, are + yet to + verb + ext.

Example: 

১. আমি এখনো কাজটি করিনি। 

  • I am yet to do the work.

২. আমি এখনো বিয়ে করিনি। 

  • I am yet to marry.

৩. আমি এখনো নামাজ পড়িনি। 

  • I am yet to say prayer.

৪. আমি এখনো তাকে টাকা দেইনি। 

  • I am yet to give him money.

৫. আমি এখনো বাজারে পৌছাইনি। 

  • I am yet to reach to the market.

 

Spoken Rule- 7

Supposed to..... (হওয়ার কথা .... করার কথা)

Structure: Sub + am, is, are, was, were + supposed to + verb (base form) + ext.

Example:

১. আমার তার সঙ্গে দেখা করার কথা। 

  • I'm supposed to meet him.

২. আমার বাড়ির কাজ করার কথা। 

  • I am supposed to do homework.

৩. তোমার আমাকে ফোন করার কথা ছিল। 

  • You were supposed to call me over the phone.

৪. তোমারতো এই গোপনীয়তা বজায় রাখার কথা। 

  • You're supposed to keep this secret.

৫. আমার কিছু পান করার কথা না। 

  • I'm not supposed to drink anything.

৬. তোমার সুখি হওয়ার কথা। 

  • You're supposed to be happy.

৭. আমার এখানে থাকার কথা না। 

  • I'm not supposed to be here.
  • ৮. আমাদের কি করার কথা? 

  • What are we supposed to do?

 

Spoken Rule- 8

I wish I could (আমি যদি .... পারতাম)

Structure: I wish I could + Verb (base form) + Ext.

Example:

১. আমি যদি পাখির মত উড়তে পারতাম!  

  • I wish I could fly like a bird!

২. আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম! 

  • I wish I could work for my country!

৩. আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম! 

  • I wish I could travel around the world.

৪. আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম! 

  • I wish I could maintain a good health!

৫. আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম! 

  • I wish I could play vital role for the society!

৬. আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম! 

  • I wish I could be the president of the country!

 

Spoken Rule- 9

Having ……

কোন ব্যক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যে “ইয়া / ইয়ে” উচ্চারিত হলে Having ব্যবহার হয়।

Structure-1: Subject + be verb + having problem + ext.

Structure- 2: Having + verb (past participle) + Ext.

Example:

১. আমার ঘুমের সমস্যা হচ্ছে। 

  • I am having problem with sleep.

২. আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে। 

  • I am having problem with my laptop.

৩. আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি। 

  • I am having trouble with my bike.

৪. আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। 

  • I'm having trouble verifying my account with mobile.

৫. কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব। 

  • Having learnt Computer I will go to America.

Have & having এর কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার

Rule- 1

কারো কাছে কিছু চাওয়া ........

Can / May I have .... আমি কি .... পেতে পারি / জানতে পারি?

১. Can I have your mobile?  

  • আমি কি তোমার মোবাইল পেতে পারি?

২. Can I have your name?

  • আমি কি তোমার নাম জানতে পারি?

৩. Can I have a cup of tea?

  • আমি কি এক কাপ চা পেতে পারি?

৪. May I have your attention please?  

  • আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি?

 

Rule- 2

মজা / আনন্দময় সময় কাটানো.............

আমি খুব ভাল সময় কাটাচ্ছি।  

১. I'm having a good time.

  • আমি খুব দারুন সময় কাটাচ্ছি।

২. I'm having a wonderful time.

  • আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি।

৩. I'm having a lot of fun helping the poor.

  • আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি।

৪. I'm having a lot of fun learning English.

 

Rule- 3

খাওয়া / পান করা অর্থে ..........

১. আমি আইসক্রিম খাব।

  • I'll have an ice-cream.

২. এক কাপ কফি খান, প্লিজ।

  • Have a cup of coffee, Please.

৩. চলি এক কাপ কফি খাই।

  • Let's have a cup of coffee.

 

Rule- 4

কিছু করে দেখতে চাই / চাওয়া

১. আমি একটু চেষ্টা করে দেখতে চাই।  

  • I like to have a try.

২. আমি তার সাথে কথা বলে দেখতে চাই।

  • I like to have talk with him.

৩. আমি জিনিসটা একটু দেখতে চাই।  

  • I like to have a look at it.

 

Rule- 5

Polite expression

১. বসুন! বসুন!

  • Have a seat!

২. আর একটু নিন!

  • Have a little more!

৩. দেখেন তো এটা কি!

  • Have a look at it!


Rule- 6

প্রত্যাশামূলক বাক্যে .....

১. Have a nice day!
  • তোমার দিনটি সুন্দর হোক!

২. Have a nice trip

  • আপনার ভ্রমণ সুন্দর হোক!

৩. Have a nice dream!

  • সুখ নিদ্রা হোক তোমার!

 

Rule- 7

I won't have .......... doing (অনুমতি না দেওয়া বোঝাতে)

Structure: Sub + won't have + object + verb (ing) + ext.

Example:

১. আমি তোমাকে ধুমপান করতে দিতে পারি না।

  • I won't have you smoking.

২. আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না।

  • I won't have you telling a lie.

৩. আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারিনা।

  • I won't have you going out at night.


Spoken Rule- 10

How come (কি কারনে / কিভাবে .... ?)

Structure: How come + (subject + verb)

১. How come you are so upset? 

  • কি কারনে তুমি এতটা হতাশ?

২. How come you made a great mistake? 

  • কিভাবে তুমি এত বড় ভুলটি করলে?

৩. How come you cannot make a decision? 

  • কি কারনে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো না?

৪. How come we never agreed? 

  • কি কারনে আমরা কখনোই একমত হতে পারি নাই?

৫. How come you prepare yourself for the BCS? 

  • কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে ?

৬. How come your company made a huge profit? 

  • কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল?


ইংরেজীতে স্মার্ট বাক্য তৈরীর ৭০টি পরামর্শঃ ২য় পর্ব

ইংরেজীতে স্মার্ট বাক্য তৈরীর ৭০টি পরামর্শ: ৬ষ্ঠ পর্ব

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.