ইংরেজিতে স্মার্ট বাক্য তৈরির ৭০ টি পরামর্শঃ ৬ষ্ঠ পর্ব
ইংরেজিতে স্মার্টলি কথা বলতে ও ফ্রিহ্যান্ড রাইটিং এর জন্য কিছু নিয়ম না জানলেই নয়। আমরা পর্ব পর্ব করে নিয়মগুলো পোষ্ট করছি। আগের পর্বগুলো পেতে নিচের লিংকে ক্লিক করে পড়ে আসতে পারেন।
এখনে ৭০ টি গুরুত্বপূর্ণ Linking word বা Connector এর Structure সহ আলোচনা করা হবে। আজ ৭ম পর্বের মধ্যে ৬ষ্ঠ পর্বের ১০টি দেওয়া হলো। এমন আকর্ষণীয় সব ইংরেজী শিখার টেকনিক নিয়ে আমরা নিয়মিত কন্টেন্ট প্রকাশ করছি। নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইজবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
ইংরেজিতে যারা দক্ষ হতে চান তাদের জন্য রুলগুলো আশা করি কাজে লাগবে।
Spoken Rule- 51
I
didn't mean to ........ এর ব্যবহার
Structure:
I didn't mean to + (verb)
Example:
১. I didn't mean you to sit by me.
- তোমাকে আমার পাশে বসতে হবে আমি আসলে এরকম কিছু বলতে চাইনি।
২. I didn't mean to say you goodbye.
- তুমি বিদায় হও আমি আসলে এরকম কিছু বলতে চাইনি।
৩. I didn't mean to leave you.
- তুমি একা থাক আমি আসলে এরকম কিছু বলতে চাইনি।
৪. I didn't mean to stay you with me.
- আমার সাথে থাকতে হবে আমি আসলে এরকম কিছু বলতে চাইনি।
৫. I didn't mean to offer me the job.
- তুমি আমাকে চাকরির প্রস্তাব দাও আমি আসলে এরকম কিছু বলতে চাইনি।
৬. I didn't mean to prepare coffee for the guest.
- তোমাকে অতিথিদের জন্য কফি তৈরি করতে হবে আমি আসলে কম কিছু বলতে চাইনি।
Spoken Rule- 52
Going
to (do something) -এর ব্যবহার
Structure: Sub + going to + verb + ext. ( ভবিষ্যতে কিছু করতে যাওয়া ...... )
Example:
১. I'm going to buy a Smartphone tomorrow.
আমি আগামিকাল একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি।
২. He's going to shopping tomorrow.
সে আগামিকাল শপিং করতে যাচ্ছে।
৩. What are you going to do tomorrow?
আগামিকাল তুমি কি করতে যাচ্ছ?
৪. Are you going to invite Sifat to your party?
তুমি কি তোমার পার্টিতে সিফাতকে আমন্ত্রন
জানাচ্ছ?
৫. I'm going to visit my uncle.
আমি আমার চাচার সাথে সাক্ষাত করতে যাচ্ছি ।
৬. We are going to buy a car.
আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি।
Spoken Rule- 53
I'm
dying to........ -এর ব্যবহার
I'm
dying to + ( verb )
Example:
১. I am dying to have your love.
তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।
২. I'm dying to express my feelings.
আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।
৩. I'm dying to take a cup of coffee.
এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।
৪. I'm dying to search for a new job.
একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি।
৫. I'm dying to spend vacation at Maldives.
মালদ্বিপে ছুটি কাটাতে আমার আর তর সইছেনা।
৬. I'm dying to expand my business.
আমি ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি
না।
৭. I'm dying to tell you about the real story.
তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি আর
অপেক্ষা করতে পারছি না।
Spoken Rule- 54
Use
of Still, Yet & already… -এর ব্যবহার
[ >>Still (এখনও পর্যন্ত)] হা-বোধক বাক্য ও কোন কাজ এখনো চলছে বুঝালে.
Example:
১. Do you still live at Lalbag?
তুমি কি এখনও লালবাগে থাক?
২. My father is still alive.
আমার বাবা এখনো বেচে আছে।
৩. Are you still interested to him?
তুমি কি এখনো তার প্রতি আগ্রহী?
৪. Do you still hate me?
তুমি কি এখনো আমাকে ঘৃণা কর?
৫. He is 40 years old, and he is still unmarried.
তার বয়স ৪০, এখনো সে অবিবাহিত।
[>> Yet (এখনও পর্যন্ত)] না-বোধক বাক্য ও কোন কাজ এখনও শুরু হয়নি বুঝালে...
Example
১. Why didn't you go yet?
তুমি এখনো যাওনি কেন?
২. Haven't you slept yet?
তুমি এখনো ঘুমাওনি?
৩. I haven't finished it yet.
আমি এখনো এটা সম্পন্ন করিনি
৪. He didn't buy a phone yet.
সে এখনো একটা ফোন কিনে নাই।
[>> Already- (এর মধ্যে)] কাজ ইতিমধ্যে শেষ হয়েছে ....
Example:
১. আমি ইতিমধ্যে বইটি পড়েছি।
I have already read the book.
২. তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ?
Did you already have your launch?
৩. তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি।
Be quick, we are already late.
Spoken Rule- 55
Able
to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া) -এর ব্যবহার
Structure: Sub + able to + verb (base form) + ext.
Example:
১. আমি করতে পারবো।
I will be able to do.
২. আমি আসতে পারবো।
I will be able to come.
৩. আমি আসতে পারবো না।
Won’t be able to come.
৪. আমি যেতে পারবো না।
I won’t be able to go.
৫. আমি কাজটি করতে পারবো।
I will be able to do the work.
৬. আমি কাজটি করতে পারবো না।
I won’t be able to do the work.
৭. তুমি কি করতে পারবে?
Will you be able to do?
৮. তুমি কি করতে পারবে না?
Won’t you be able to do?
৯. আমি করতে সক্ষম হয়েছি।
I have been able to do.
১০. আমি আসতে সক্ষম হয়েছি।
I have been able to come.
১১. আমি করতে সক্ষম হইনি।
I haven't been able to do.
১২. আমি সমস্যাটি সমাধান করতে পারবো।
I will be able to solve the problem.
১৩. আমি সমস্যাটি সমাধান করতে পারবো না।
I won't be able to solve the problem.
১৪. আমি সমস্যাটি সমাধান করতে সমর্থ হয়েছি।
I have been able to solve the problem.
১৫. সে কাজটি করতে সক্ষম হয়েছে।
He has been able to do the work.
Spoken Rule- 56
Am
to .... is to (করতে হয় ....... যেতে হয়.....) -এর ব্যবহার-
Structure:
Sub + am to + verb (base form)
Example:
১. আমাকে করতে হয়।
I am to do.
২. আমাকে যেতে হয়।
I am to go.
৩. তাকে করতে হয়।
He is to do.
৪. ছেলেটিকে আমার সাহায্য করতে হয়।
I am to help the boy.
Spoken Rule- 57
I
am planning to ....... -এর ব্যবহার
Structure:
sub + am, is, are + planning to + verb (base) + ext.
Example:
১. I am planning to buy a car.
আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি।
২. I am planning to do the work.
আমি কাজটি করার পরিকল্পনা করছি।
৩. I am planning to marry you.
আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি।
৪. I am planning to start a new business.
আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা
করছি।
Spoken Rule- 58
I
am trying to -এর ব্যবহার
I am trying to + verb (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
Example:
১. I am trying to learn English.
আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি।
২. I am trying to do something.
আমি কিছু করার চেষ্টা করতেছি।
৩. I am trying to make him understand.
আমি তাকে বোঝানোর চেষ্টা করছি।
Spoken Rule- 59
Could
have (করতে পারতে, যেতে পারতে ইত্যাদি) -এর ব্যবহার
Structure:
sub + Could have + Verb (Past participle) + ext.
Example:
১. তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে।
You could have asked him.
২. সেখানে যেকোন কিছু ঘটতে পারতো।
There could have happened anything.
৩. আপনি গাড়িটি কিনতে পারতেন।
You could have bought the car.
Spoken Rule-60
It
is time ....... এর ব্যবহার
Structure:
it is time + to + verb
Example:
১. এখনই সময় বিদায় বলার।
It is time to say goodbye.
২. এখনই সময় তোমার নিজেকে গড়ার।
It is time to build yourself.
৩. এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার।
It is time to decide what
you want to do next.
৪. এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার।
It is time to work hard for future.
Post a Comment
0 Comments