প্রযুক্তি

Type Here to Get Search Results !

ইংরেজিতে স্মার্ট বাক্য তৈরির ৭০ টি পরামর্শঃ ৩য় পর্ব

Spoken English


প্রিয় শিক্ষার্থী পাঠকগণ কেমন লেগেছে আমাদের পূর্বের ১ম ও ২য় পর্ব দুটি? নিশ্চয় ভাল লেগেছে, নয়তো আমরা এতো বেশি ভিউস পেতাম না  ঐ দুটি পর্বে। 

১ম ও ২য় পর্বের পর এবার আমরা স্মার্ট ইংরেজী বাক্য তৈরীর ৭০টি নিয়মের ৩য় পর্ব নিয়ে আসছি আপনাদের মাঝে। আসা করি  এই পর্বটিও আপনাদের ভাল লাগবে। 

Spoken Rule- 21

About to... (প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)

Structure: sub + auxiliary verb + about to + verb1 + Ext.

Example:

১. আমি প্রায় মরে গিয়েছিলাম। 

  • I was about to die.

২. আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম। 

  • I was about to fall asleep.

৩. আমি প্রায় পৌছে গিয়েছিলাম। 

  • I was about to reach.

৪. আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। 

  • I was about to call you.

৫. আমিতো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম। 

  • I was about to buy the mobile.

৬. আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম। 

  • I was about to get the job.

 

Spoken Rule- 22

I'm looking forward to ...... (অধীর অপেক্ষায় থাকা)

Structure: I'm looking forward to + verb (ing).

(ব্যতিক্রম রুল- looking forward to এর পরে- verb (ing) হয়)

Example:

১. আমি তোমার পথ পানে তাকিয়ে আছি। 

  • I'm looking forward to seeing you.

২. আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছি। 

  • I'm looking forward to talking with you.

৩. আমি তোমার সাথে ভ্রমণের জন্য প্রতীক্ষায় আছি। 

  • I'm looking forward to going for a tour with you.

Spoken Rule- 23

Where there = যেখানে .... সেখানে

Structure: Where there + be verb + N / P + there + be verb + N / P + extension.

Example:

১. যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। 

  • Where there is democracy there is good governance.

২. যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে। 

  • Where there are people there is civilization.

৩. যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। 

  • Where there are friends there is cooperation.

৪. যেখানে পানি আছে সেখানে জীবন আছে। 

  • Where there is water there is life.

 

Spoken Rule- 24

What if = (কি হতো যদি .....)

Structure: What if + (subject + verb)

Example:

১. What if I missed the bus? 

  • কি হতো যদি আমি বাসটি মিস করতাম?

২. What if someone saw me? 

  • কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?

৩. What if I didn't understand the problem? 

  • কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?

৪. What if I didn't complete the task? 

  • কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

৫. What if he didn't cooperate me in the beginning? 

  • কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করতো?

 

Spoken Rule- 25

Had to- তেই হয়েছিল।

Structure: Sub + had to + verb (present form) + ext.

Example:

১. আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতেই হয়েছিলI 

  • I had to attend the meeting.

2. মনিরকে আর্থিক সাহায্যটি নিতেই হয়েছিল। 

  • Monir had to take the financial help.

 

Spoken Rule- 26

Can not but (না .... পারিনা)

বাংলা বাক্যের শেষে “না .... পারিনা” থাকলে Can not but ব্যবহার হয়।

Structure: Sub + Can not but + verb + Ext.

Example:

1. আমরা ভাত না খেয়ে পারিনা। 

  • We can not but eat rice.

2. আমি ভোরে ঘুম থেকে না উঠে পারিনা। 

  • I can not but wake up early in the morning.

3. আমি তোমার তারিফ না করে পারি না। 

  • I can't but admire you.

4. আমরা গরীবদের পাশে না দাড়িয়ে পারিনা। 

  • We can not but stand beside the poor.

5. আমি বই না পড়ে থাকতে পারিনা। 

  • I can not but read book.

 

Spoken Rule- 27

Could not but = পারলাম না / না .... পারল না

বাংলা বাক্যের শেষে না “পারলাম না / না .... পারল না” থাকলে Could not but ব্যবহার হয়।

Structure: Sub + could not but + verb + Ext.

Example:

1. আমি না হেসে পারলাম না। 

  • I could not but laugh.

2. আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না। 

  • I could not but go to the function.

3. আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না। 

  • I could not but quarrel with him.

4. সে আমাকে টাকা না দিয়ে পারল না। 

  • He not but give me money.

 

Spoken Rule- 28

For the sake of = খাতিরে, অনুরোধে

প্রয়োগ ক্ষেত্র: কোন কিছুর খাতিরে বা টানে কিছু করলে।

Structure: Sub + verb1 + object + for the sake of + verb (ing) + ext.

Example:

1. I come here for the sake of learning computer. 

  • আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি।

2. I visit your home for the sake of keeping kinship. 

  • আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি।

3. I come to swimming pool for the sake of learning swim. 

  • আমি সাতাঁর শেখার খাতিরে সুইমিং পুলে আসি।


Spoken Rule- 29

Whether ...... or করবে কি করবে না, যাবে কি যাবে না, গরীব কি ধনী, হবে কি হবে না ইত্যাদি অর্থ প্রকাশে whether .... or ব্যবহার করা হয়।

Example

1. সে করবে কি করবে না আমি জানি না। 

  • I don't know whether he does or not.

2. তুমি যাবে কি যাবে না এখনই সিদ্ধান্ত নাও। 

  • Take decision at once whether you go or not.

3. সে ধনী কি দরিদ্র এটা কোন বিষয় না। 

  • It's does not matter whether he poor or rich.

 

Spoken Rule- 30

Double Comparatives (যত .... তত)

বাংলা ভাষায় “যত .... তত” এরুপ থাকলে এ ফরম্যাটটি ব্যবহার হয়।

The + comparative, the + comparative 

Example:

1. The sooner, the better. 

  • যত দ্রুত তত ভাল

2. The costlier it is, the nicer it is. 

  • যত দামী হয় ততই সুন্দর হয়

3. The slimmer you are, the faster you can com run.

  • তুমি যত পাতলা হবে , ততই দ্রুত দৌড়াতে পারবে

4. The quicker you walk, the sooner you will go there. 

  • যত দ্রুত তুমি হাটবে, তত দ্রুত সেখানে যেতে পারবে

5. The earlier you set about your work, the sooner you will finish it. 
  • যত শীঘ্র তোমার কাজ শুরু করবে, তত দ্রুত শেষ করতে পারবে

More Read>>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.