Type Here to Get Search Results !

ইংরেজিতে স্মার্ট বাক্য তৈরির ৭০ টি পরামর্শঃ ৫ম পর্ব

Spoken English


Spoken Rule- 40

Got fancy- কিছু মনে ধরলে / পছন্দ হলে 

Structure: Subject + have / has + got fancy + extension

Example:

১. মেয়েটি আমার মন কেড়েছে। 

  • I have got fancy for the girl.

২. জামাটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the shirt.

৩. মোবাইল সেটটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the Mobile.

৪. নদীটি আমার মন কেড়েছে মার মন কেড়েছে। 

  • I have got fancy for the river.

৫. বাড়িটি আমার মনে ধরেছে। 

  • I have got fancy for the house.

 

Spoken Rule- 41

Either ...... or (হয় ….... না হয়)

বাক্যে হয় ... “না হয় থাকলে” Either ...... or ব্যবহার হয়।

Structure: Either + Sub + or + Sub + have / has + verb3 + ext.

Example:

১. Either he or they are guilty

  • হয় সে , না হয় তারা অপরাধী ।

২. Either he or me will stand first.

  • হয় সে না হয় আমি প্রথম হব।

৩. Either he or his brother has done the work.

  • হয় সে না হয়  তার ভাই

 

Spoken Rule- 42

No sooner had

প্রয়োগ ক্ষেত্র: "একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা ঘটলে" এই নিয়ম ব্যবহৃত হবে।

Structure: No sooner had + Sub + verb3 + than + Sub + verb2 + ext.

Example:

১. আমি পৌছাতে না পৌছাতেই খেলাটি শুরু হয়ে গেল।

  • No sooner had I reached the field than the match started.

২. সে হাতে নিতে না নিতেই ফোনটি বেজে উঠল।

  • No sooner had he hold the phone than the phone rang.

৩. ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতেই রোগীটি মারা গেল।

  • No sooner had the doctor reached than the patient died.

৪. ছাত্রটি ক্লাসে পৌঁছাতে না পৌঁছাতেই ঘন্টা বেজে উঠল।

  • No sooner had the student entered to the class than the bell rang.

 

Spoken Rule- 43

Scared of (ভয় পাওয়া)

বাক্যের কর্তার কিছু করতে ভয় পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Structure: Subject + auxiliary verb + scared of + verb (ing) + object + ext.

 Example:

১. আমি ইংরেজি বলতে ভয় পাই।

  • I'm scared of speaking English.

২. আমি বাইসাইকেল চালাতে ভয় পাই।

  • I am scared of driving a bicycle.

৩. রুনু ইনজেকশন নিতে ভয় পায়।

  • Runu is scared of taking injection.

৪. সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়।

  • He is scared of swimming in the river.

 

Spoken Rule- 44

If = কোন শর্ত বোঝাতে

প্রয়োগক্ষেত্র: কোন বাক্য দ্বারা বর্তমানকালে কোন শর্ত বোঝালে।

Structure: If + Sub + verb1 + object + sub + will + verb1 + Ext.

Example:

১. যদি তুমি না আস, আমি যাব না।

  • If you don't come, I won't go.

২. তুমি যদি প্রতিজ্ঞা কর, আমি ফিরে আসবো।

  • If you promise, I will come back.

৩. যদি তুমি হেটে যাও, তোমার বেশি সময় লাগবে।

  • If you go on foot, it will take more time.

৪. তুমি যদি সিগারেট খাও, তোমার ক্যান্সার হবে।

  • If you take cigarette, you will be attacked by cancer.

 

Spoken Rule- 45

If = যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ পায়

প্রয়োগক্ষেত্র: কোন বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ পেলে।

Structure: If + sub + were + object + , + sub + would + verb1 + object

Example:

১. আমি যদি ধনী হতাম, তাহলে আমি এটা খরিদ করতাম।

  • If I were rich, I would buy this.

২. আমি যদি পাখি হতাম, তাহলে আমি আকাশে উড়তাম।

  • If I were a bird, I would fly in the sky.

৩. যদি আমি অসৎ হতাম, তাহলে তাকে সাহায্য করতাম না।

  • If I were dishonest, I wouldn't help him.

 

Spoken Rule- 46

If clause টি যদি past perfect tense এর হয় তবে অপর clause হবে would have + main verb (past participle).

Structure: If + Sub + had + verb3 + object + , + sub + would have + verb3 + object.

Example:

১. আমি যদি শামিমকে দেখতাম, তবে তাকে জানাতাম।

  • If I had seen Samim, I would have informed him.

২. আমি যদি তাকে দেখতাম, তবে তাকে নামাজের দাওয়াত দিতাম।

  • If I had seen him, I would have invited him to pray salat.

৩. সে যদি আমার কলম চুরি করত, তাকে শাস্তি দেয়া হত।

  • If he had stolen my pen, he would have been punished.

 

Spoken Rule- 47

It is I, you, he who .........

বাংলা বাক্যে “ই” সহযোগে বাক্য, যেমনঃ (আমিই, তুমিই, সেই ইত্যাদি)

Structure: It is + subject যেমন- I / you / he / she etc. + who + am, is, are etc. + Extension.

Example: 

১. আমিই তোমার প্রকৃত বন্ধু।

  • It is I who am your real friend.

 

Spoken Rule- 48

Seems to + be (কাউকে কিছু বলে মনে হয়)

“কাউকে কিছু বলে মনে হয়” কথা থাকলে Seems to + be ব্যবহৃত হয়।

Example:

১. সে মনে হয় বোকা।

  • He seems to be fool.

২. ফাহাদ মনে হয় সৎ।

  • Fahad seems to be honest.

৩. তোমাকে চতুর মনে হয়।

  • You seems to be clever.

 

Spoken Rule- 49

There seems to be = কোথাও কিছু আছে বলে মনে হলে

Structure: There seem to be + N / p + in + place.

Example:

১. এই বনে মনে হয় হরিণ আছে।

  • There seems to be a deer in this forest.

২. তার মনের ভিতর মনে হয় চালাকি আছে।

  • There seems to be cleverness in his mind.

৩. এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়।

  • There ‍seems to be irrularity in this project.

 

Spoken Rule- 50

I have decided to ........

I have decided to + verb ...... (কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)

Structure: sub + have / has + decided to + verb + ext.

Example:

১. I have decided to learn English.

  • আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি।

২. I have decided to go America.

  • আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

৩. I have decided to change myself.

  • আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।

৪. I have decided to mend my behavior.

  • আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি।

৫. I have decided to join my local gym.

  • আমি আমার স্থানীয় জিমে যোগদান করার্ সিদ্ধন্ত নিয়েছি।

আরো পড়ুন>>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad