ইংল্যান্ড বনাম ইটালি: জিততে পারেনি কেউ
চলতি উয়েফা ন্যাশনাল লীগের খেলায় গতরাত ১২: ৪৫ মিনিটে মুখোমুখি হয়েছিল দুই বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড বনাম ইটালি। খেলাটি ০-০ গোলে ড্র হয়েছে। উভয় দল আপ্রাণ চেষ্টা করলেও সুযোগ নষ্ট করেছ বারবার।
হাড্ডা হাড্ডি লড়াইয়ে বল পজিশনের হার ছিল ৫৯%-৪১%। ইংল্যান্ড বল পজিশনিং এ ছিল ৫৯% আর ইটালির ছিল ৪১%। ইংল্যান্ড গোল মুখে ১২ শট করেও কোন গোল করতে পারিনি। অপর দিকে ইটালি ৮ শট করেও ব্যর্থ। এর মধ্যে মোট গোল মুখে শট হয় ইংল্যান্ডের ৪টি আর ইটালির ৩টি। উভয় দল কর্ণার কিক করেছে ২টি করে। হলুদ কার্ডর সংখ্যা ইটালির ঝুলিতে ছিল ৩টি আর ইংল্যান্ডের ছিল ২টি।
এর আগে ইংল্যান্ড বানা ইটালি খেলায় মোট ২৯ বার মুখোমুখি দেখা হয়। ২৯ বারের দেখায় ইটালি জয় পেয়েছে সবচেয়ে বেশি। ইটালি জয় পায় মোট ১২ বার এবং ইংল্যান্ড জয় পায় ৮ বার। নয়টি ম্যাচে ফলাফল সমান সমান।
Post a Comment
0 Comments