প্রযুক্তি

Type Here to Get Search Results !

এসএসসি ২০২২ পরীক্ষার প্রস্তুতি - SSC 2022 Accounting

এসএসসি ২০২২ পরীক্ষার প্রস্তুতি - SSC 2022 Accounting


এসএসসি ২০২২ পরীক্ষার প্রস্তুতি-০১

প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমারে পরীক্ষা সবচেয়ে ভাল প্রস্তুতির জন্য আমরা আছি তোমাদের পাশে। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের উপর প্রস্তুতি জন্য মডেল টেস্ট প্রকাশ করবো প্রতি সপ্তাহের শনিবার। 
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোন বিষয়ের উপর বেশি বেশি মডেল টেস্ট পেতে চাও আমাদের ফেইজবুক গ্রুপ ও পেইজে কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের আজকের বিষয় বানিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান। 
তোমরা মডেল টেস্ট কিভাবে পেতে চাও: ১. সব গুলো অধ্যায় মিলে। ২। এক অধ্যায় থেকে সব গুলো প্রশ্ন। ৩। কয়েকটি অধ্যায় নিয়ে। আমাদের জানিয়ে দিলে তোমাদের সুবিধামতো মডেল টেস্ট প্রকাশ করতে চেষ্টা করবো। 

প্রিয় শিক্ষার্থী “সঠিক উত্তর” লেখা বাটনে ক্লিক করলে উত্তর দেখতে পাবে।(alert-error)
প্রিয় পাঠক পোস্টটি শেয়ার করে দিয়ে সবাইকে পড়ার সুযোগ করে দিন

অধ্যায়-৫: হিসাব

প্রশ্ন-১: হিসাবের 'T' ছকে মোট কয়টি কলাম? 
ক)  ৬টি
খ) ৭টি
গ) ৮টি
ঘ) ১০টি

উত্তর: গ) ৮টি


প্রশ্ন-২: হিসাব সমীকরনের সঠিক প্রকাশ হলো-

i. সম্পদ=দায়+মালিকানস্বত্ব

ii. সম্পদ-মালিকানাস্বত্ব

iii. সম্পদ+মালিকানাস্বত্ব

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

প্রশ্ন-৩: কোনো হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কী বলা হয়
ক)  লাভ
খ) ক্ষতি
গ) দায়
ঘ) উদ্বৃত্ত

উত্তর: ঘ) উদ্বৃত্ত


প্রশ্ন-৪: 'দেনাদার' কোন শ্রেণির হিসাব?

ক) সম্পদ

খ) দায়

গ) মালিকানাস্বত্ব

ঘ) রেভিনিউ

উত্তর: ক) সম্পদ


প্রশ্ন-৫: একই শ্রেণিভুক্ত হিসাবগুলো হলো-

i. বেতন

ii. বিক্রয়

iii. বিজ্ঞাপন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii


প্রশ্ন-৬: লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়, যখন

i. সম্পদ বৃদ্ধি পায়

ii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়

iii. খরচ হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) ii ও iii


প্রশ্ন-৭: প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়

ক) হিসাব

খ) ভাউচার

গ) জাবেদা

ঘ) রেওয়ামিল

উত্তর: ক) হিসাব


প্রশ্ন-৮: প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার, ঋণপত্র বা বন্ড ক্রয় করলে কোন হিসাবে লিপিবন্ধ হবে?

ক) মূলধন,

খ) বিনিয়োগ

গ) উত্তোলন

ঘ) ঋণ

উত্তর: গ) উত্তোলন


প্রশ্ন-৯: চলমান জের হকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়

ক) প্রতি সপ্তাহ শেষে

খ) প্রতিটি লেনদেন লিপিবন্ধের পর

গ) প্রতি মাস শেষে

ঘ) প্রতিদিনের শেষে

উত্তর: গ) প্রতি মাস শেষে


প্রশ্ন-১০:হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার?

ক) ১

খ) 8

গ) ৬

ঘ) ৭

উত্তর: খ) 8


প্রশ্ন-১১: কোন লেনদেনের প্রভাবে মালিকানাস্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে

ক) ব্যাংক হতে মালিকের জন্য ২,০০০ টাকা উত্তোলন

খ) ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়

গ) বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা

ঘ) নগদে পণ্য ক্রয় ২,০০০ টাকা

উত্তর: গ) বাকিতে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা


নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

নরেশ ট্রেডার্সের ২০১৭ সালের মে ৩১ তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল- আসবাবপত্র হিসাব ২০,০০০ টাকা, নগদান হিসাব ৩০,০০০ টাকা, ক্রয় হিসাব ১০,০০০ টাকা, বিক্রয় হিসাব ২৫,০০০ টাকা, মূলধন হিসাব ৪০,০০০ টাকা উত্তোলন হিসাব ৫,০০০ টাকা।

প্রশ্ন-১২: নরেশ ট্রেডার্সের মোট সম্পদ কত টাকা?

ক) ৫০,০০০

খ) ৬০,০০০

গ) ৭৫,০০০

ঘ) ৬৫,০০০

উত্তর: ক) ৫০,০০০


প্রশ্ন-১৩: মালিকানাস্বত্বের নিট পরিমাণ কত হবে

ক) ৩৫,০০০ টাকা,

খ) ৫০,০০০ টাকা

গ) ৬৫,০০০ টাকা

ঘ) ৭০,০০০ টাকা

উত্তর: খ) ৫০,০০০ টাকা


নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

জনাব জাহিদ ২০১৭ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা, ২০,০০০ টাকার প্রাইজবন্ড ও ২৫,০০০ টাকা ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসায় শুরু করেন। ৩১ জানুয়ারি কর্মচারীদের ৫,০০০ টাকা বেতন পরিশোধ করেন। 


প্রশ্ন-১৪: জাহিদ ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

ক) ২,৪৫,০০০ টাকা

খ) ২,০০,০০০ টাকা

গ) ২,২০,০০০ টাকা

ঘ) ১,৮০,০০০ টাকা

উত্তর: খ) ২,০০,০০০ টাকা [ব্যাখ্যা: প্রারম্ভিক মূলধন=নগদ টাকা+প্রাইজবন্ড]


প্রশ্ন-১৫: উপর্যুক্ত ৫,০০০ টাকার লেনদেনের ফলে হিসাব সমীকরণের-

i. A উপাদান হ্রাস পাবে

ii. L উপাদান বৃদ্ধি পাবে

iii. E উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii


প্রশ্ন-১৬: হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়- [ঢা.বো.-২০]

ক) আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি

খ) সম্পদ এবং দায় বৃদ্ধি

গ) আয় বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি

ঘ) দায় হ্রাস ও সম্পদ বৃদ্ধি

উত্তর: ক) আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি


প্রশ্ন-১৭: ট্রেডমার্ক হিসাব একটি? [ঢা.বো.-২০, ব.বো-১৬]

ক) ব্যয় হিসাব

খ) সম্পদ হিসাব

গ) আয় হিসাব

ঘ) দায় হিসাব 

উত্তর: খ) সম্পদ হিসাব


প্রশ্ন-১৮: প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব? [ঢা.বো-২০]

ক) আয়

খ) ব্যয়

গ) সম্পদ

ঘ) দায়

উত্তর: গ) সম্পদ


প্রশ্ন-১৯: বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?  [রা.বো-২০]

ক) আয়বাচক

খ) সম্পত্তিবাচক

গ) ব্যক্তিবাচক

ঘ) পাওনাদার 

উত্তর: খ) সম্পত্তিবাচক


প্রশ্ন-২০: যে বিবরণীতে প্রতিষ্ঠানের প্রকাশিত হয় তাকে কী বলে?

ক) হিসাব

খ) নগদান বই

গ) খতিয়ান

ঘ) জাবেদা

উত্তর: ক) হিসাব


প্রশ্ন-২১: দেনাদারের ২০,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১৮,৫০০ টাকা পাওয়া গেল। বাকি ১,৫০০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে? [রা. বো, '২০] 

ক) সম্পদ হিসাব

খ) দায় হিসাব

গ) আয় হিসাব

ঘ) ব্যয় হিসাব

উত্তর: ঘ) ব্যয় হিসাব


প্রশ্ন-২২: দায়, মালিকানাস্বত্ব ও আয় বৃদ্ধি পেলে কী হয়? [য. বো. '২০]

ক) লাভ হয়

খ) ক্ষতি হয়

গ) ডেবিট হয়

ঘ) ক্রেডিট হয়

উত্তর: ঘ) ক্রেডিট হয়


প্রশ্ন-২৩: অগ্রিম প্রাপ্ত আয়কে গণ্য করা হয়- [য. বো. '২০]

ক) আয় হিসাবে

খ) ব্যয় হিসাবে

গ) অনুপার্জিত আয় হিসাবে

ঘ) সম্পদ হিসাবে

উত্তর: গ) অনুপার্জিত আয় হিসাবে


প্রশ্ন-২৪: ব্যবসায়ে ব্যবহারের জন্য ঘড়ি ও ক্যালকুলেটর ক্রয় করলে কোন হিসাবে লেখা হয়? [কু. বো. '২০]

ক) অফিস সাপ্লাইজ হিসাব

খ) অফিস সরঞ্জাম হিসাব

গ) যন্ত্রপাতি হিসাব

ঘ) আসবাবপত্র হিসাব

উত্তর: ক) অফিস সাপ্লাইজ হিসাব


প্রশ্ন-২৫: আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? [চ. বো. '২০]

ক) ৩ প্রকার

খ) ৪ প্রকার

গ) ৫ প্রকার

ঘ) ৬ প্রকার

উত্তর: গ) ৫ প্রকার


প্রশ্ন-২৬: ‘বহিঃফেরত কোন শ্রেণির হিসাব? [চ. বো, '২০]

ক) আয় হিসাব

খ) দায় হিসাব

গ) মালিকানাস্বত্ব হিসাব

ঘ) ব্যয় হিসাব 

উত্তর: ঘ) ব্যয় হিসাব 


প্রশ্ন-২৭: অনুপার্জিত আয় দ্বারা বোঝানো হয়েছে- [চ. বো, '২০]

i. অগ্রিম ভাড়া প্রাপ্তি

ii. শিক্ষানবিশ সেলামি

iii. অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি

নিচের কোনটি সঠিক? 

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii


প্রশ্ন-২৮: A=L+E বিশ্লেষণের মাধ্যমে সহজে কোনটি নির্ণয় করা যায়? [সি. বো. ’২০]

ক) হিসাব সমীকরণ

খ) হিসাব শ্রেণিবিভাগ

গ) লেনদেন বিন্যাসকরণ

ঘ) লেনদেন লিপিবদ্ধকরণ

উত্তর: খ) হিসাব শ্রেণিবিভাগ


প্রশ্ন-২৯: দেনাদারের ৫,০০০ টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ৪,৮০০ টাকা পাওয়া গেল। এখানে ২০০ টাকা কোন হিসাবকে প্রভাবিত করে? [সি. বো. ‘২০]

ক) সম্পদ হিসাব

খ) দায় হিসাব

গ) আয় হিসাব

ঘ) ব্যয় হিসাব

উত্তর: ঘ) ব্যয় হিসাব


প্রশ্ন-৩০ দোকানের প্রয়োজনে একটি ক্যালকুলেটর ব্রুয় এটি কোন হিসাবে লিপিবদ্ধ হবে? [ব. বো, '২১]

ক) অফিস সাপ্লাইজ

খ) মনিহারি

গ) অফিস সরঞ্জাম

গ) ক্রয় হিসাব

উত্তর: ) অফিস সাপ্লাইজ

প্রশ্ন-৩১: কুঋণ কোন শ্রেণির হিসাব? [সি. বো, '২০]

ক) আয়

খ) ব্যয়

গ) দায়

ঘ) সম্পদ

উত্তর: খ) ব্যয়


প্রশ্ন-৩২: অফিসের জন্য 'এসি' ক্রয় করলে কোন হিসাবটি প্রভাবিত হবে? [সি. বো. '২০]

ক) ক্রয়

খ) সরঞ্জাম

গ) সাপ্লাইজ

ঘ) আসবাবপত্র

উত্তর: খ) সরঞ্জাম


প্রশ্ন-৩৩: অফিস সাপ্লাইজ হিসাব প্রভাবিত হবে-[ম, বো, '২০]

i. ঘড়ি ক্রয়

ii. ফটোকপি মেশিন ক্রয়

iii. পেপার ওয়েট ক্রয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii


প্রশ্ন-৩৪: 'সঞ্চিতি' কোন শ্রেণির হিসাব? [ম. বো. '২০]

ক) মালিকানাস্বত্ব হিসাব

খ) সম্পদ হিসাব

গ) দায় হিসাব

ঘ) ব্যয় হিসাব

উত্তর: ক) মালিকানাস্বত্ব হিসাব


প্রশ্ন-৩৫: অফিসের জন্য পাঞ্চ মেশিন ক্রয় ৫০০ টাকা। এই ব্রুয়ের ফলে প্রভাবিত হবে- [ঢা. বো, '১৯]

ক) ক্রয় হিসাব

খ) মনিহারি হিসাব

গ) অফিস সরঞ্জাম হিসাব

ঘ) অফিস সাপ্লাইজ হিসাব

উত্তর: ঘ) অফিস সাপ্লাইজ হিসাব


প্রশ্ন-৩৬: অগ্রিম প্রাপ্ত আয়কে কী হিসাবে গণ্য করা হয়? [ঢা. বো, '১৯]

ক) পরিচালন ব্যয়

খ) অনুপার্জিত আয়

গ) মুনাফাজাতীয় আয়

ঘ) মূলধনজাতীয় আয়

উত্তর: খ) অনুপার্জিত আয়


প্রশ্ন-৩৭: স্কেল ও ক্লিপ ক্রয় কোন হিসাবে লিপিবদ্ধ হবে? [রা. বো, '১৯]

ক) অফিস সাপ্লাইজ

খ) মনিহারি

গ) অফিস সরঞ্জাম

ঘ) ক্রয় 

উত্তর: খ) মনিহারি


নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮নং প্রশ্নের উত্তর দাও :

রেজা তার প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার পর অতিরিক্ত অর্থ দ্বারা একটি স্বনামধন্য কোম্পানির শেয়ার ক্রয় করলেন। আরও অর্থ থাকায় ১০ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন। [রা. বো. ‘১৯]

প্রশ্ন-৩৮: উদ্দীপকে উল্লিখিত লেনদেন নিম্নের কোন হিসাবকে নির্দেশ করে?

ক) ঋণ হিসাব

খ) বিনিয়োগ হিসাব

গ) প্রাপ্য হিসাব

ঘ) মূলধন হিসাব

উত্তর: খ) বিনিয়োগ হিসাব


প্রশ্ন-৩৯: অগ্রিম শিক্ষানবিশ সেলামি ব্যবসায়ের কী হিসাবে ব্যবহৃত হয়? [কু. বো, '১৯]

ক) দায়

খ) মুনাফা

গ) সম্পদ

ঘ) ব্যয়

উত্তর: ক) দায়


প্রশ্ন-৪০: ভাড়া হিসাবে হিসাবভুক্ত হবে – [চ. বো, '১৯]

i. অফিস ভাড়া পরিশোধ

ii. শো-রুম ভাড়া পরিশোধ

iii. গাড়ি ভাড়া পরিশোধ

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) i ও ii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) i ও ii

প্রশ্ন-৪১: “ব্যবসায়ে ব্যবহারের জন্য ফটোকপি মেশিন ক্রয় কোন হিসাবে হিসাবভুক্ত হবে? [সি. বো. '১৯] 

ক) অফিস সরঞ্জাম

খ) অফিস সাপ্লাইজ

গ) আসবাবপত্র

ঘ) ক্রয়

উত্তর: ক) অফিস সরঞ্জাম


প্রশ্ন-৪২: কোন ছক বা বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়? [সি. বো, '১৯]

ক) খতিয়ান

খ) হিসাব

গ) কার্যপত্র

ঘ) রেওয়ামিল

উত্তর: খ) হিসাব


প্রশ্ন-৪৩: তপুকে ২,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১,৬০০ টাকা প্রদান করা হলো। বাকি ৪০০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে? [দি. বো, '১৯]

ক) আয়

খ) ব্যয়

গ) সম্পদ

ঘ) দায়

উত্তর: ক) আয়


প্রশ্ন-৪৪: বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকারের হিসাব? [সকল বোর্ড, ’১৮]

ক) ব্যয় হিসাব

খ) দায় হিসাব

গ) সম্পদ হিসাব

ঘ) আয় হিসাব

উত্তর: গ) সম্পদ হিসাব


প্রশ্ন-৪৫: 'সঞ্চিতি তহবিল' কোন ধরনের হিসাব? [রা. বো, '১৭]

ক) সম্পদ

খ) ব্যয়

গ) মালিকানাস্বত্ব

ঘ) আয় 

উত্তর: গ) মালিকানাস্বত্ব


প্রশ্ন-৪৬: হিসাব খাত ডেবিট হবে [রা. বো, '১৭]

i. মালিকানাস্বত্ব হ্রাস পেলে

ii. আয় হ্রাস পেলে

iii. সম্পদ বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii


প্রশ্ন-৪৭: আসবাবপত্রের অবচয় ধার্য হলো ১,০০০ টাকা এ লেনদেনটির মাধ্যমে প্রভাবিত হয়- [রা. বো. '১৭]

ক) সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি

খ) মালিকানাস্বত্ব বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি

গ) মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস

ঘ) সম্পদ বৃদ্ধি ও আয় হ্রাস

উত্তর: গ) মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস


প্রশ্ন-৪৮: মোট প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, সম্পদ হিসাব ও দায় হিসাব জানার জন্য কোনটি খুব জরুরি? [য. বো '১৭]

ক) হিসাব

খ) লেনদেন

গ) জাবেদা

ঘ) রেওয়ামিল

উত্তর: খ) লেনদেন


প্রশ্ন-৪৯: ১০,০০০ টাকা ঋণ পরিশোধের ফলে নিচের কোনটি ঘটে?

ক) আয় হ্রাস

খ) ব্যয় হ্রাস

গ) দায় হ্রাস

ঘ) মালিকানাস্বত্ব হ্রাস 

উত্তর: গ) দায় হ্রাস


প্রশ্ন-৫০: ঋণ গ্রহণ করায় পার্শ্ব রোজারিও-এর ব্যবসায়ে-

i. সম্পদ বাড়বে ১,৭০,০০০ টাকা

ii. দায় বৃদ্ধি পাবে ১,০০,০০০ টাকা

iii. আয় বাড়বে ৯০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) ii ও iii

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.