প্রযুক্তি

Type Here to Get Search Results !

এসএসসি ২০২২ পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


এসএসসি পরীক্ষার প্রস্তুতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী, তোমারে পরীক্ষা ভাল প্রস্তুতির জন্য ইভিশন বিডি আছে তোমাদের পাশে। আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়ের উপর প্রস্তুতি জন্য মডেল টেস্ট প্রকাশ করছি। 

এবারের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ পরীক্ষা হবে না জেনেও আমরা আজকে প্রস্তুতিতে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আমাদের তালিকায় রাখলাম।(alert-error)
 
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কোন বিষয়ের উপর বেশি বেশি মডেল টেস্ট পেতে চাও আমাদের ফেইজবুক গ্রুপ ও পেইজে কমেন্ট করে জানিয়ে দাও। 


এসএসসি পরীক্ষার প্রস্তুতি-২

বিষয়: তথ্য ও যোগাযাগ প্রযুক্তি, শ্রেণি: এসএসসি


প্রশ্ন-১: ছবি কনটেন্টের অন্তর্ভুক্ত

i. কার্টুন

ii. ইনফোগ্রাফিক্স

iii. অঙ্কনকরণ

নিচের কোনটি সঠিক?

) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

উত্তর: ঘ) i, ii  iii


প্রশ্ন-২: PDF-এর পূর্ণরূপ কী?

ক) Portable Document Form

খ) Port Document Form

গ) Portable Document Format

ঘ) Portable Document File

উত্তর: গ) Portable Document Format


প্রশ্ন-৩:কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?

) নান্দনিকতার জন্য

খ) বারবার ব্যবহারের জন্য

গ) পুনঃবিন্যাসের জন্য

ঘ) কপি সুবিধার জন্য

উত্তর: খ) বারবার ব্যবহারের জন্য


প্রশ্ন-৪: A2 সেলকে B2 সেল দিয়ে ভাগ দিলে ফলাফল সেলে কি সূত্র লিখতে হবে?

ক) A2 ÷ B2

খ) =A2/B2

গ) A2 = B2

ঘ) A2.B2

উত্তর: খ) =A2/B2


প্রশ্ন-৫: স্প্রেডশিট দিয়ে প্রধানত

ক) লেখালেখির কাজ করা যায়

() তথ্য বিশ্লেষণের কাজ করা যায়।

গ) হিসাব-নিকাশের কাজ করা যায়

) গ্রাফিক্সের কাজ করা যায়  

উত্তর: গ) হিসাব-নিকাশের কাজ করা যায়


প্রশ্ন-৬: ওয়ার্কশীটের উপর থেকে নিচের ঘরগুলোকে কী বলে?

ক) লাইন

) কলাম

) রেঞ্জ

ঘ) সারি

উত্তর: কলাম


উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাও :

আফরোজ শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সাথে, ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।

প্রশ্ন-৭: আফরোজকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?

ক) ওয়ার্ড প্রসেসর

খ) স্প্রেডশিট

গ) গ্রাফিক্স

ঘ) ডাটাবেজ

উত্তর: ক) ওয়ার্ড প্রসেসর


প্রশ্ন-৮: আফরোজকে তার পেশাগত কাজে

i. টেমপ্লেট্ ব্যবহার করতে হয়

ii. সূত্র ব্যবহার করতে হয়

iii. উপাত্ত বিন্যাস করতে হয়

নিচের কোনটি সঠিক?

ক)  i ii

) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

উত্তর: গ) ii  iii


প্রশ্ন-৯: Adobe photoshop প্রোগ্রামে পিক্সেলের ঘরে ১২০ টাইপ করলে রেজুলিউশন কত হবে?

ক) ২৪০

খ) ১৪৪০

গ) ১৪৪০০

ঘ) ১২০০০০

উত্তর: গ) ১৪৪০০


প্রশ্ন-১০: রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ণয় করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক) Canvas

খ) Background

গ) Opacity

ঘ) Fill

উত্তর: গ) Opacity


প্রশ্ন-১১: ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ কোন টুলের ব্যবহার?

ক) এলিপস টুল

খ) স্টার টুল

) পেন টুল

ঘ) টেক্স টুল

উত্তর: পেন টুল


প্রশ্ন-১২: বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাই বিন্যাসকে বলা হয়-

ক) Search

খ) Arrange

গ) Sort

ঘ) Distort 

উত্তর: গ) Sort


প্রশ্ন-১৩: একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেটের সাহায্যে সম্পর্কযুক্ত করাকে কী বলে?

ক) Lookup

খ) Hyperlink

গ) OLE Object

ঘ) Attach 

উত্তর: খ) Hyperlink


প্রশ্ন-১৪: প্রোগ্রামিং এর ধারণা প্রথম প্রবর্তন করেন কে?

ক) চার্লস ব্যাবেজ

খ) ম্যাক্সওয়েল

গ) অ্যাডা লাভলেস

) স্টিভ জবস 

উত্তর: গ) অ্যাডা লাভলেস


প্রশ্ন-১৫: শিল্প বিপ্লবে অংশগ্রহণকারী দেশসমূহ পরবর্তীতে-

i. পৃথিবীকে নিয়ন্ত্রণ করে

ii. পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করে

iii. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii 

উত্তর: ক)  ii


প্রশ্ন-১৬: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক কে?

ক) মার্ক জুকারবার্গ

) স্টিভ জবস

) ম্যাক্সওয়েল

ঘ) টিম বার্নাস-লি 

উত্তর: ঘ) টিম বার্নাস-লি 


প্রশ্ন-১৭: শাসন ব্যবস্থায় প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে

) -কমার্স

খ) -লার্নিং-

গ) ই-গভর্ন্যান্স

) -মেডিসিন

উত্তর: গ) ই-গভর্ন্যান্স


প্রশ্ন-১৮: -লার্নিং-

i. প্রচলিত পাঠদানের বিকল্প নয়

ii. সনাতন পাঠদান পদ্ধতির পরিপূরক

iii. কৃষি সেবা প্রদান সাইট

নিচের কোনটি সঠিক?

ক) i iii

খ) i ii

গ) ii iii

ঘ) i, ii iii

উত্তর: ক)  iii


প্রশ্ন-১৯: টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?

) কম্পিউটার স্লো হয়ে যায়

) কম্পিউটারের গতি বেড়ে যায়

) অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কাজ করে না

) ইন্টারনেটে প্রবেশ করা যায় না 

উত্তর: কম্পিউটার স্লো হয়ে যায়


প্রশ্ন-২০: নিচের কোনটি ইনস্টল করতে কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন?

ক) মাউস

খ) সাউন্ড কার্ড

গ) কী-বোর্ড

ঘ) অপারেটিং সিস্টেম

উত্তর: ঘ) অপারেটিং সিস্টেম


প্রশ্ন-২১: VIRUS নামকরণ করেন কে?

) ফ্রেড ওহলার

খ) ফ্রেড কোহেন

গ) ফ্রেড হুইলার

ঘ) ফ্রেড মুলার

উত্তর: খ) ফ্রেড কোহেন


প্রশ্ন-২২: পাসওয়ার্ড তথ্য উপাত্তের ক্ষেত্রে-

i. সবকিছু প্রকাশ করে দেয়

ii. নিরাপত্তা বিধান করে

iii. গোপনীয়তা বজায় রাখে।

নিচের কোনটি সঠিক?

ক) i ii

খ) i iii

গ) ii iii

ঘ) i, ii iii

উত্তর: গ) ii  iii


প্রশ্ন-২৩: বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য কোম্পানীগুলো কোন বড় বড় সফটওয়্যার সংস্থা তৈরি করেছে?

) BAT

) BST

) BSI

ঘ) BSA

উত্তর: ঘ) BSA


প্রশ্ন-২৪: তথ্য আইনের কত ধারায় ২০টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে?

ক) ৪র্থ ধারায়

খ)) ৫ম ধারায়

গ) ৭ম ধারায়

) ৮ম ধারায় 

উত্তর: গ) ৭ম ধারায়


প্রশ্ন-২৫: ইন্টারনেটে সরাসরি ভিডিও প্রচারণার নাম কী?

ক) ভিডিও বাফারিং

খ) ভিডিও স্ট্রিমিং

খ) ভিডিও রোমারিং

ঘ) ভিডিও প্লেইং 

উত্তর: খ) ভিডিও স্ট্রিমিং

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.