Type Here to Get Search Results !

গ্রিক বর্ণমালা ও উচ্চারণ

গ্রিক বর্ণমালা ও উচ্চারণ


গ্রিক বর্ণমালা ও উচ্চারণ

গ্রিক ভাষার আমাদের কাছে কোন প্রয়োজনে না আসলেও এদের বর্ণমালা বা অক্ষর আমাদের জন্য শিখা জরুরী হয়। শিক্ষাজীবনের অনেক ক্ষেত্রে এদের ব্যবহার আমরা দেখতে পাই। বিশেষ করে বিজ্ঞানের শিক্ষার্থীদের এই বর্ণগুলো ব্যবহার করাই লাগে। অনেকেই বর্ণ বা অক্ষর গুলো ব্যবহার করে গাণিতিক অনেক সমস্যার সমাধান করি প্রতিদিন। কিন্তু এর নাম বা উচ্চারণ সম্পর্কে অনেকেই জানি না। 
আজ আমরা গ্রিক লিপি নিয়ে আমাদের কনটেন্ট সাজাতে চেষ্টা করলাম। আপনাদের কাজে আসলে আমাদের কমেন্ট করে জানাত ভুলবেন না। আর পোস্টটি অবশ্যই শেয়ার করে দিবেন। 

গ্রিক বর্ণমাল পরিচিতি:

গ্রিক লিপি (বা গ্রিক বর্ণমালা) গ্রিক ভাষা রচনার জন্য নবম থেকে অষ্টম খ্রিস্টপূর্ব শতাব্দীর শুরু থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এটি পূর্ববর্তী ফিনিশীয় লিপি থেকে উদ্ভূত হয়েছে, এবং ইতিহাসের প্রথম বর্ণানুক্রমিক লিপি যা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের স্বতন্ত্র বর্ণ রয়েছে। 

প্রত্নতাত্ত্বিক এবং প্রারম্ভিক ধ্রুপদী সময়ে গ্রিক বর্ণমালার অনেকগুলি স্থানীয় রূপ বিদ্যমান ছিল, কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষের দিকে ইউক্যালিডিয়ান বর্ণমালা, চব্বিশটি অক্ষর সহ, আলফা থেকে ওমেগা পর্যন্ত নির্দেশিত ছিল। 

এটি আদর্শ হয়ে গিয়েছিল এবং এই সংস্করণটি এখনও গ্রিক লেখার জন্য ব্যবহৃত হয়। এই চব্বিশটি অক্ষর হ'ল: 
Α α, Β β, Γ γ, Δ δ, Ε ε, Ζ ζ, Η η, Θ θ, Ι ι, Κ κ, Λ λ, Μ μ, Ν ν, Ξ ξ, Ο ο, Π π, Ρ ρ, Σ σ/ς, Τ τ, Υ υ, Φ φ, Χ χ, Ψ ψ, and Ω ω.

গ্রিক বর্ণমালা বা ভাষায় তালব্য ধ্বনি নেই। যেমন: চ ছ জ ঝ শ ইত্যাদি। 

উল্লেখ্য জ এর উচ্চারণ এই ভাষায় দন্ত্য। ট বর্গীয় ধ্বনিগুলো একেবারেই অনুপস্থিত। হ ধ্বনিও এই লিপিতে নেই।

গ্রিক বর্ণমালা ও উচ্চারণ

নাম ও উচ্চরন নাম ও উচ্চরন নাম ও উচ্চরন নাম ও উচ্চরন
A α (অ্যাল্ফ়া) B β ভিতা Γ γ গামা Δ δ দেল্তা
Ε ε এপ্সিলন্Ζ ζ জ়িতা Η η ইতা Θ θ থ়িতা
Ι ι গ়িয়োতা Κ κ কাপা Λ λ লাম্দা Μ μ মিউ
Ν ν নিউ Ξ ξ জ়াই Ο ο ওমিক্রন্ Π π পাই
Ρ ρ রো Σ σ/ς সিগ্মা Τ τ টাউ Υ υ ইপ্সিলন্
Φ φ ফ়াই Χ χ কাই Ψ ψ প্সি/সাই Ω ω ওমেগা

নাম নাম নাম নাম নাম নাম নাম
Ϝ ϝ Digamma Ϛ ϛ Stigma Ͱ ͱ Heta Ϻ ϻ San Ϟ ϟ (Ϙ ϙ) Koppa Ϡ ϡ (Ͳ ͳ) Sampi Ϸ ϸ Sho 

আমাদের পোস্ট গুলো নিয়মিত পেতে আমাদের ফেইজবুক পেইজ লাইক/ফলো করে দিয়ে সাথে যুক্ত থাকুন। 

আমাদের ফেইজবুক পেইজে লাইক দিতে এখানে ক্লিক করুন- fb.com/evisionbd



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad